হোম > বিশ্ব > ইউরোপ

অসুস্থ হয়ে পড়েছেন রানি এলিজাবেথ, উদ্বিগ্ন চিকিৎসকেরা 

অসুস্থ হয়ে পড়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। চিকিৎসকদের পরামর্শ অনুসারে বর্তমানে তিনি স্কটল্যান্ডে অবস্থিত বালমোরাল প্রাসাদে অবস্থান করছেন। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর চিকিৎসকেরা। রানির বাসভবন বাকিংহাম প্যালেস তাঁর অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে বলেছে, ‘স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে আরও মূল্যায়নের পর রানির চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘রানি বর্তমানে বালমোরাল প্রাসাদে সন্তোষজনক অবস্থায় রয়েছেন।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ চার্লস রানির সঙ্গে রয়েছেন এবং ডিউক অব কেম্ব্রিজ রানির পাশে থাকার উদ্দেশ্যে বালমোরালের পথে রওনা হয়েছেন। এ ছাড়া, ডাচেস অব কর্নওয়ালও বালমোরালের পথে রয়েছেন। এই ঘোষণা এমন এক সময়ে এল যার মাত্র একদিন আগেই স্থানীয় সময় গতকাল বুধবার রানি এলিজাবেথ দেশটির প্রিভি কাউন্সিলের একটি ভার্চুয়াল বৈঠক থেকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে নিজেকে প্রত্যাহার করে নেন। সে সময়ই চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন।

এদিকে, রানির অসুস্থতার বিষয়ে দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ‘সমগ্র দেশ গভীরভাবে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।’ তিনি আরও বলেন, ‘আমার এবং আমাদের দেশের জনগণের চিন্তায় সব সময়ই উপস্থিত মহামান্য রানি এবং তাঁর পরিবার।’ এর আগে, চলতি সপ্তাহের মঙ্গলবারই বালমোরাল প্রাসাদেই লিজ ট্রাসকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রানি এলিজাবেথ দ্বিতীয়।

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে