হোম > বিশ্ব > ইউরোপ

অসুস্থ হয়ে পড়েছেন রানি এলিজাবেথ, উদ্বিগ্ন চিকিৎসকেরা 

অসুস্থ হয়ে পড়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। চিকিৎসকদের পরামর্শ অনুসারে বর্তমানে তিনি স্কটল্যান্ডে অবস্থিত বালমোরাল প্রাসাদে অবস্থান করছেন। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর চিকিৎসকেরা। রানির বাসভবন বাকিংহাম প্যালেস তাঁর অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে বলেছে, ‘স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে আরও মূল্যায়নের পর রানির চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘রানি বর্তমানে বালমোরাল প্রাসাদে সন্তোষজনক অবস্থায় রয়েছেন।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ চার্লস রানির সঙ্গে রয়েছেন এবং ডিউক অব কেম্ব্রিজ রানির পাশে থাকার উদ্দেশ্যে বালমোরালের পথে রওনা হয়েছেন। এ ছাড়া, ডাচেস অব কর্নওয়ালও বালমোরালের পথে রয়েছেন। এই ঘোষণা এমন এক সময়ে এল যার মাত্র একদিন আগেই স্থানীয় সময় গতকাল বুধবার রানি এলিজাবেথ দেশটির প্রিভি কাউন্সিলের একটি ভার্চুয়াল বৈঠক থেকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে নিজেকে প্রত্যাহার করে নেন। সে সময়ই চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন।

এদিকে, রানির অসুস্থতার বিষয়ে দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ‘সমগ্র দেশ গভীরভাবে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।’ তিনি আরও বলেন, ‘আমার এবং আমাদের দেশের জনগণের চিন্তায় সব সময়ই উপস্থিত মহামান্য রানি এবং তাঁর পরিবার।’ এর আগে, চলতি সপ্তাহের মঙ্গলবারই বালমোরাল প্রাসাদেই লিজ ট্রাসকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রানি এলিজাবেথ দ্বিতীয়।

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস