কয়েক দিন বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন ইউক্রেনের এক কর্মকর্তা ও সাংবাদিক। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
স্থানীয় একজন রাজনীতিকের বরাত দিয়ে নিউজ আউটলেট ইউক্রিনফর্ম জানিয়েছে, এক সপ্তাহ বেসমেন্টে আটক রাখার পর মঙ্গলবার সুমি অঞ্চলের স্থানীয় কর্মকর্তা সের্হি কিরিচকোকে মুক্তি দেওয়া হয়েছে।
আর ৯ দিন বন্দী রাখার পর সোমবার মুক্তি পেয়েছেন ইউক্রেনের হরমাদস্কে চ্যানেলের সাংবাদিক ভিক্টোরিয়া রোশচিনা। বিষয়টি হরমাদস্কে চ্যানেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।