হোম > বিশ্ব > ইউরোপ

প্রথম নারী প্রধানমন্ত্রী পেল ইতালি 

ইতালির ইতিহাসে প্রথম নারী হিসেবে দেশটির প্রধানমন্ত্রী হলেন জর্জিয়া মেলোনি। স্থানীয় সময় আজ শনিবার কট্টর ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালি পার্টির নেতা জর্জিয়া মেলোনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আজ শনিবার মেলোনিকে শপথবাক্য পাঠ করান ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। শপথ অনুষ্ঠানে মেলোনি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। তাঁর সঙ্গে মন্ত্রী সভার বাকি ২৪ সদস্যও একই প্রতিশ্রুতি পাঠ করেন। উল্লেখ্য, মেলোনির মন্ত্রিসভার ২৪ সদস্যের মধ্যে ৬ নারী।

এর আগে, গতকাল শুক্রবার মেলোনি তাঁর জোটের দুই নেতা লীগ পার্টির মাতেও সালভিনি এবং ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও ফোরজা ইতালিয়া পার্টির প্রধান মিডিয়া মোগল সিলভিও বের্লুসকোনির সঙ্গে যৌথভাবে তাদের মন্ত্রিসভার ঘোষণা দেন। আগামী সপ্তাহে নতুন সরকারকে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে।

এদিকে, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলোর এক গিয়েছেন ফোরজা ইতালিয়া পার্টির কাছে। দলটির নেতা আন্তোনিও তাজানি দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। এই নেতা ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ২০১৭ সালে। আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় গিয়েছে মাতেও সালভিনির দল লীগ পার্টির নেতা জ্যানকার্লো জর্জিয়েত্তির কাছে। এই দুই মন্ত্রীই ইউরোপীয় ইউনিয়নের ব্যাপারে বেশ ইতিবাচক। তবে সিলভিও বের্লুসকোনির বিরুদ্ধে রাশিয়ার অনুকূলে থাকার প্রমাণ রয়েছে। দলটির প্রধান বের্লুসকোনির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

এই দুই মন্ত্রণালয়ের বাইরে ইতালির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন লীগ পার্টির কাছে। দলটির নেতা এবং মেলোনির ঘনিষ্ঠ উপদেষ্টা গুইদো ক্রসেত্তো দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। পেশায় প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞ এই নেতা ইতালির ফেডারেশন অব ইতালিয়ান অ্যারোস্পেস কোম্পানিজের প্রধান ছিলেন। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট