হোম > বিশ্ব > ইউরোপ

ন্যাটোর পর এবার পরমাণু অস্ত্রের মহড়া চালাল রাশিয়া

ন্যাটোর পর এবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম বাহনের মহড়া চালাল রাশিয়া। স্থানীয় সময় আজ বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে উপস্থিত থেকে এই মহড়া প্রত্যক্ষ করেন। রাশিয়ার এই মহড়া এমন এক সময়ে চালানো হলো, যখন দেশটি ইউক্রেন তেজস্ক্রিয় ‘ডার্টি বোমা’ ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে মর্মে চীন ও ভারতের কাছে অভিযোগ করেছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিন এক বিবৃতিতে এই মহড়ার বিষয়ে জানিয়েছে—‘ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে স্থল, নৌ ও বিমানবাহিনীর কৌশলগত প্রতিরোধ বাহিনী নিয়ে একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ হয়েছে।’ রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে আর্কটিকের ব্যারেন্টস সাগর রাশিয়ার একটি সাবমেরিন থেকে নৌসেনারা সিনেভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছেন এমন একটি ভিডিও প্রচার করেছে।

সাবমেরিন থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ ছাড়াও রাশিয়ার পূর্ব প্রান্তের কামচাটকা উপদ্বীপ থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালানো হয়েছে। 

এদিকে, আটলান্টিক মহাসাগরের দুই তীরের দেশগুলোর সামরিক জোট ন্যাটো সামরিক মহড়া ‘অবিচল দুপুরের’ অংশ হিসেবে পরমাণু অস্ত্রের মহড়া চালিয়েছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম ইউরোপে ন্যাটোর বাৎসরিক সামরিক মহড়া ‘অবিচল দুপুরে’ ১৪টি দেশের বিভিন্ন ধরনের ৬০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে ন্যাটো এয়ার কমান্ড। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ন্যাটোর এয়ার কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানায়। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট