হোম > বিশ্ব > ইউরোপ

রানিকে দেখে আমার মায়ের কথা মনে পড়েছিল: বাইডেন

ঢাকা: উইন্ডসর ক্যাসেলে রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় ফার্স্ট লেডি জিল বাইডেনও উপস্থিত ছিলেন। সেখানে মার্কিন প্রেসিডেন্টের সম্মানে ‘গার্ড অব অনার’ দেওয়া হয় এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত বাজানো হয়। 

তিন দিনব্যাপী জি-৭ সম্মেলন শেষ করে রোববার উইন্ডসর ক্যাসেলে যান মার্কিন প্রেসিডেন্ট। এবারের জি-৭ সামিটে করোনার টিকা, জলবায়ু পরিবর্তনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। 

রানির সঙ্গে সাক্ষাৎ শেষে বাইডেন বলেন, রানি আমার মায়ের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। রানিকে তিনি হোয়াইট হাউস পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন। সাক্ষাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রসঙ্গেও আলোচনা হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উইন্ডসর ক্যাসেলের ভেতরে ৪০ মিনিট অবস্থান করেছিলেন। 

দীর্ঘ আলোচনা হয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, রানি খুবই উদার। তাঁকে দেখে আমার মায়ের কথা মনে পড়েছে। রানি আমার কাছে হোয়াইট হাউস সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি বলেছি, হোয়াইট হাউস খুবই চমৎকার। তবে সেখানে অনেক লোকের বাস। 

উল্লেখ্য, দীর্ঘ ৬৯ বছর ধরে ব্রিটিশ সিংহাসনে আছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এ পর্যন্ত তিনি ১৪ জন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত ২০১৯ সালে রানির আমন্ত্রণে উইন্ডসর ক্যাসেলে এসেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

রাজ সিংহাসনে বসার আগে ১৯৫১ সালে ওয়াশিংটন গিয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের সঙ্গে দেখা করেছিলেন তরুণী এলিজাবেথ।

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ