হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বৈঠক

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। গতকাল শনিবার বেনেট পুতিনের সঙ্গে ক্রেমলিনে এই বৈঠক করেন। বেনেটের মুখপাত্র এমনটি জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ক্রেমলিনে তাঁদের তিন ঘণ্টার বৈঠকে, বেনেট পুতিনের সঙ্গে ইউক্রেনের যুদ্ধে আটকে পড়া বৃহৎ ইহুদি সম্প্রদায়ের বিষয়টিও উত্থাপন করেছেন। 

বেনেটের মুখপাত্র জানিয়েছেন, পুতিনের সঙ্গে বৈঠকের পর, বেনেট জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে আলোচনার জন্য বার্লিনে চলে যান। 

পুতিনের সঙ্গে বৈঠকের সময় বেনেটের সঙ্গে ছিলেন তাঁর ইউক্রেনীয় বংশোদ্ভূত আবাসনমন্ত্রী জিভ এলকিন। 

এদিকে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করতে ইসরায়েল আগামী সপ্তাহে ইউক্রেনে মেডিকেল টিম পাঠাবে। এটি উদ্বাস্তুদের চিকিৎসা দেবে। 

অন্যদিকে ফ্রান্সের এলিসি প্রাসাদ জানিয়েছে, বেনেট পুতিনের সঙ্গে আলোচনা করতে যাওয়ার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছেন। সে সময় বেনেট পুতিনকে কী বিষয়ে বলবেন, তার সারসংক্ষেপ তিনি মাখোঁকে জানিয়েছেন।

এর আগে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার আগ্রহের কথা জানিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, বেনেট মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে এই সংকট নিরসনে কাজ করছেন।

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে