হোম > বিশ্ব > ইউরোপ

বন্দী সহস্রাধিক ইউক্রেনীয় সেনাকে রাশিয়ায় পাঠানো হয়েছে: তাস

মারিউপোলে আত্মসমর্পণ করা বন্দী সহস্রাধিক ইউক্রেনীয় সেনাকে তদন্তের জন্য রাশিয়ায় পাঠানো হয়েছে। রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম তাস আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ফলে তাঁদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে তা এখনই বলা যাচ্ছে না। বন্দী সেনাদের নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। 

ইউক্রেন বলছে, তারা সব বন্দীকে ফেরত আনার জন্য কাজ করছে। অন্যদিকে রাশিয়ান আইনপ্রণেতারা বলছেন, তাঁদের বিচার করা উচিত। 

তাসের প্রতিবেদনে বলা হয়, পরে পর্যায়ক্রমে আরও বন্দী ইউক্রেনীয় সেনাকে রাশিয়ায় পাঠানো হবে। 

এদিকে যুদ্ধে নিহত ২১০ জন ইউক্রেনের সেনার মরদেহ কিয়েভে ফেরত পাঠিয়েছে রাশিয়া। এসব সেনার বেশির ভাগই মারিউপোলে নিহত হয়েছিলেন। 

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আড়াই হাজারের বেশি যোদ্ধাকে মারিউপোলের আজভস্তাল থেকে বন্দী করেছে রাশিয়া। ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে সীমান্তরক্ষী, পুলিশ, আঞ্চলিক বাহিনীও রয়েছে।’ 

উল্লেখ্য, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস শহরে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট