হোম > বিশ্ব > ইউরোপ

৫০ বছর পর রিলিজ হচ্ছে বিটলসের শেষ গান

৫০ বছরেরও বেশি সময় আগে ভেঙে গিয়েছিল বিশ্বখ্যাত ব্যান্ড দল ‘বিটলস’। কিন্তু দল না থাকলেও দলের সর্বশেষ গানটি রিলিজ হতে যাচ্ছে আগামী সপ্তাহেই। 

আজ বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শতাব্দীর ৭০-এর দশকে বিটলসের অন্যতম ভোকাল জন লেনন ‘নাও অ্যান্ড দেন’ শিরোনামের ওই গানটির একটি ডেমো রেকর্ডিং করেছিলেন। পরে সেই রেকর্ডিংয়ের ওপর ভিত্তি করেই গত বছর গানটি নতুন করে কম্পোজ করেন দলের বেঁচে থাকা সদস্য স্যার পল ম্যাককার্টনি ও স্যার রিঙ্গোস্টার। 

গত বসন্তেই বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে এই গানের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন পল। জানিয়েছিলেন—তাঁরা এআই-এর সহযোগিতায় অনেক পুরোনো একটি ক্যাসেট থেকে লেননের সুরটিকে ধারণ করেছিলেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২ নভেম্বর যুক্তরাজ্যের সময় অনুযায়ী দুপুর ২টার দিকে গানটির প্রিমিয়ার হবে। আর ১০ নভেম্বর থেকে বিটলসের রেড ও ব্লু অ্যালবামের নতুন রিমাস্টার করা গানগুলোর সংস্করণেও ‘নাও অ্যান্ড দেন’ গানটি প্রদর্শিত হবে। 

গানটির বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বেঁচে থাকা দুই বিটল পল ও রিঙ্গোস্টার জানিয়েছেন, গানটি সম্পূর্ণ করা তাঁদের জন্য পরাবাস্তব এক অভিজ্ঞতা ছিল। গান কম্পোজ করার সময় জন লেননের কণ্ঠস্বর তাঁদের তাড়া করেছে। বিষয়টিকে বেশ ‘আবেগপূর্ণ’ বলে মন্তব্য করেছেন পল ম্যাককার্টনি। 

গানটির মধ্যে লেননের কণ্ঠ সহ বিটলসের সব সদস্যের উপস্থিতি রয়েছে। তাই এই গানকে বিটলসের একটি ‘সত্যিকারের রেকর্ডিং’ আখ্যা দিয়ে পল বলেন, ‘২০২৩ সালেও বিটলসের সংগীত কাজ করছে এবং একটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছে—যা মানুষ আগে কখনো শোনেনি। আমি মনে করি, বিষয়টি উত্তেজনাপূর্ণ।’ 

রিঙ্গোস্টারও জানিয়েছেন, সময়ের ব্যবধানে বহু দূরে রেখে আসা লেননকে আবারও এত কাছাকাছি নিয়ে আসার বিষয়টি দারুণ আবেগপূর্ণ ছিল। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০ সালে বিটলস ব্যান্ড ভেঙে যাওয়ার পর ‘নাও অ্যান্ড দেন’ গানটি জন লেনন লিখেছিলেন। ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে আততায়ীর গুলিতে মাত্র ৪০ বছর বয়সে মারা যান তিনি।

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস