হোম > বিশ্ব > ইউরোপ

জার্মানিতে ১৫ রোগীকে হত্যায় অভিযুক্ত এক চিকিৎসক

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

জার্মানির বার্লিনে প্যালিয়েটিভ কেয়ারে নিযুক্ত এক চিকিৎসকের বিরুদ্ধে ১৫ জন রোগীকে হত্যার অভিযোগে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ৪০ বছর বয়সী এই চিকিৎসক মারাত্মক ওষুধের মিশ্রণ ব্যবহার করে ওই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন বলে অভিযোগ।

প্রসিকিউটরেরা দাবি করেছেন, ওই চিকিৎসক ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সময়কালে ১২ জন নারী ও ৩ পুরুষ রোগীকে হত্যা করেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে তদন্তকারীরা আশঙ্কা করছেন।

বুধবার বিবিসি জানিয়েছে, জার্মানির কড়া গোপনীয়তা আইনের কারণে অভিযুক্ত চিকিৎসকের নাম প্রকাশ করা হয়নি। প্রসিকিউটরদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এখনো অভিযোগ স্বীকার করেননি।

অভিযোগ অনুযায়ী—ওই চিকিৎসক তাঁর রোগীদের অজান্তে ও বিনা সম্মতিতে একটি অ্যানেসথেসিয়া-জাতীয় ও একটি মাংসপেশি শিথিলকারী ওষুধ প্রয়োগ করেন। প্রসিকিউটরেরা বলছেন, এই ওষুধ ফুসফুসের পেশিকে পক্ষাঘাতগ্রস্ত করে এবং শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয়।

অভিযুক্ত চিকিৎসক জার্মানির একাধিক রাজ্যে কাজ করেছেন। সন্দেহজনকভাবে মৃত্যুবরণ করা রোগীদের বয়স ২৫ থেকে ৯৪ বছরের মধ্যে।

এ ছাড়া আরও একটি ভয়ংকর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে—অন্তত পাঁচটি ভিন্ন ঘটনায় তিনি নিজের শিকারদের বাসায় আগুন লাগিয়ে হত্যাকাণ্ডের প্রমাণ ধ্বংস করার চেষ্টা করেছেন।

২০২৪ সালের জুলাই মাসে এক দিনেই দুই রোগীকে হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেবার প্রথমে তিনি বার্লিন শহরের কেন্দ্রস্থলে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে হত্যা করেন এবং কয়েক ঘণ্টা পর পাশের এলাকায় ৭৬ বছর বয়সী এক নারীকে একইভাবে হত্যা করেন। প্রসিকিউটরদের বক্তব্য অনুযায়ী, তিনি ওই নারীর অ্যাপার্টমেন্টে আগুন লাগাতে চেষ্টা করেন, কিন্তু সফল না হয়ে পরে নিজেই ওই নারীর এক আত্মীয়কে ফোন করে বলেন—তিনি বাসার সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না।

২০২৪ সালের আগস্ট মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাঁর বিরুদ্ধে চারজন রোগীকে হত্যার সন্দেহে তদন্ত চলছিল। তবে তদন্ত করতে গিয়ে পরে আরও সন্দেহজনক মৃত্যুর তথ্য পাওয়া যায়।

এই মামলায় প্রসিকিউশন পক্ষ অভিযুক্ত চিকিৎসকের জন্য আজীবন চিকিৎসা পেশা থেকে নিষিদ্ধকরণ এবং ‘প্রিভেন্টিভ ডিটেনশন’ বা প্রতিরোধমূলক আটকাদেশের আবেদন করেছে। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতেই রয়েছেন।

এই ঘটনায় পুরো জার্মানিতে চিকিৎসা ব্যবস্থার নৈতিকতা, রোগীদের নিরাপত্তা এবং প্রান্তিক রোগীদের অধিকার নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট