হোম > বিশ্ব > ইউরোপ

মিশ্র ডোজের অনুমোদন দিল জার্মানি

অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার প্রথম ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজে অন্য কোম্পানির তৈরি টিকা দেওয়ার অনুমোদন দিয়েছে জার্মানি। অর্থাৎ অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ পাওয়া সবাইকে ফাইজার বা মডার্নার তৈরি এমআরএনএ টিকা দেওয়ার সুপারিশ করা হয়েছে। মূলত করোনাভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অধিক সুরক্ষা তৈরি করতেই এমন পদক্ষেপ নিল দেশটি।

স্থানীয় সময় শুক্রবার (২ জুলাই) জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পেন ১৬টি রাজ্য থেকে সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে এই মিশ্র ডোজের অনুমোদন ঘোষণা করেন। এর ঠিক এক দিন আগেই টিকা সম্পর্কিত স্থায়ী কমিটির একটি খসড়ায় মিশ্র ডোজের সুপারিশ করা হয়।

এক বিবৃতিতে কমিটি বলেছে, সাম্প্রতিক গবেষণার ফলাফল অনুযায়ী, এমআরএনএ টিকার সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার মিশ্রণ করোনাভাইরাসের বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারে সেটি অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার দুটি ডোজের চেয়ে ‘উল্লেখযোগ্যভাবে উন্নত’।

মিশ্র ডোজের ক্ষেত্রে এমআরএনএ টিকা দিয়ে দুই ডোজ পূর্ণ করার বিষয়ে কমিটির সুপারিশ হলো–অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ দেওয়ার চার সপ্তাহ বা তার কিছু বেশি সময় পর জার্মানির বায়োএনটেক-ফাইজার এবং যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি টিকা দেওয়া যেতে পারে। এর আগে অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজের মধ্যবর্তী বিরতি নয় থেকে ১২ সপ্তাহ রাখার সুপারিশ করেছিল এ কমিটি।

এর আগে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল (৬৬) প্রথম ডোজ অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজে মডার্নার টিকা নিয়েছেন। এ ব্যাপারে তাঁর মুখপাত্র বলেছেন, এ রকম মিশ্র ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হলে সাধারণ মানুষ যাতে ভয় না পান সে কারণেই তাঁদের উৎসাহিত করতে চ্যান্সেলর নিজেই অক্সফোর্ড ও মডার্নার মিশ্র ডোজ নিয়েছেন।

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ পাওয়ার দাবি একটি শিল্পকর্মে

রানি বৌদিকার যুগের বিরল যুদ্ধসম্পদ আবিষ্কার

যে কারণে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করে ২৫ কোটি খ্রিষ্টান

আফ্রিকা কেন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার? বাড়ছে গোয়েন্দা পদচারণা

কী আছে গ্রিনল্যান্ডের ভূগর্ভে, যার কারণে ট্রাম্প এত মরিয়া

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ, আটলান্টিকে তেলের ট্যাংকার পাহারা দেবে রাশিয়ার যুদ্ধজাহাজ