হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন বাঁচাতে ব্রিটেনে রুদ্ধদ্বার বৈঠকে ২০ দেশের সমরনেতারা

আজকের পত্রিকা ডেস্ক­

ব্রিটিশ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: বিবিসি

ইউক্রেনে শান্তিরক্ষীবাহিনী পাঠানোর বিষয়টি চূড়ান্ত করতে যুক্তরাজ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসবেন অন্তত ২০টি দেশের জ্যেষ্ঠ সমরনেতারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার যুক্তরাজ্য কোয়ালিশন অব দ্য উইলিং তথা আগ্রহীদের জোটের জ্যেষ্ঠ সমরনেতাদের একটি গোপন বৈঠকের আয়োজন করছে ইউক্রেনে প্রস্তাবিত শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরিকল্পনা প্রস্তুত করার লক্ষ্যে।

ধারণা করা হচ্ছে, ২০ টিরও বেশি দেশ এই বৈঠকে অংশ নিতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার আজ বৃহস্পতিবার বিকেলে এই বৈঠকে যোগ দেবেন। এর আগে তিনি ব্যারো পরিদর্শন করবেন এবং সেখানে তিনি ব্রিটেনের পরবর্তী প্রজন্মের পারমাণবিক শক্তিচালিত সশস্ত্র সাবমেরিনগুলো তৈরির একটি প্রকল্পের উদ্বোধন করবেন।

ইউক্রেনের জন্য পশ্চিমা-নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনীর পরিকল্পনা এখন বাস্তবায়ন পর্যায়ে যাচ্ছে বলে জানা গেছে। ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে ‘আগ্রহীদের জোটের’ অন্তর্ভুক্ত দেশগুলোর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা যুক্তরাজ্যের নর্থউডে অবস্থিত স্থায়ী যৌথ সদর দপ্তরে বৈঠকে বসবেন।

ব্রিটিশ সশস্ত্রবাহিনী মন্ত্রী লুক পোলার্ড বলেছেন, তারা চান জোটটি একটি ‘বিশ্বাসযোগ্য শক্তি’ হিসেবে প্রতিষ্ঠিত হোক, যা ইউক্রেনকে ‘দীর্ঘস্থায়ী শান্তি উপভোগ’ করতে দিতে এবং দেশটিকে ‘পুনর্গঠন ও পুনরায় অস্ত্রসজ্জিত’ করতে সক্ষম করবে।

লুক পোলার্ড বিবিসিকে বলেন, ‘পুতিন ইউক্রেনে জিতলে থামবেন না। তিনি যদি সমগ্র ইউক্রেনকে অধীনস্থ করেন—যা তাঁর বহু বছরের পরিকল্পনা—তিনি কেবল পুনরায় অস্ত্রসজ্জিত হবেন এবং দেখবেন তিনি আর কোথায় তাঁর প্রভাব এবং আধিপত্য বিস্তার করতে পারেন।’

পোলার্ড বলেন, ‘একটি দেশ হিসেবে এটি করতে হবে কেবল আমাদের স্বার্থে নয়, অবশ্যই আমাদের ইউরোপীয় বন্ধুদের স্বার্থেও নয়।’ তিনি বলেন, ইউক্রেনে শান্তি নিশ্চিত করার অর্থ ‘কিছু সৈন্য মাঠে নামানো’ হতে পারে, তবে এই বাহিনীতে ‘বিমান ও নৌবাহিনীর শক্তিশালী বৈশিষ্ট্যও থাকবে।’ তবে এখনো কিছু বড় বাধা রয়ে গেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ইউক্রেনে কোনো ন্যাটো সদস্যের সৈন্যদের উপস্থিতি সহ্য করবে না, তাদের ভূমিকা যাই হোক না কেন। যুক্তরাষ্ট্রও প্রয়োজনীয় বিমান সুরক্ষা দিতে অনিচ্ছুক, যা সম্ভাব্য সদস্যরা তাদের প্রয়োজন বলে মনে করেন।

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ পাওয়ার দাবি একটি শিল্পকর্মে

রানি বৌদিকার যুগের বিরল যুদ্ধসম্পদ আবিষ্কার

যে কারণে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করে ২৫ কোটি খ্রিষ্টান

আফ্রিকা কেন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার? বাড়ছে গোয়েন্দা পদচারণা

কী আছে গ্রিনল্যান্ডের ভূগর্ভে, যার কারণে ট্রাম্প এত মরিয়া