রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশের পর প্রবল প্রতিরোধের মুখে পড়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালেয়ার। ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার বেলা ৩টায় এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ দাবি করেন।
হান্না মালেয়ার তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, কিয়েভে প্রবেশের পর প্রবল প্রতিরোধের মুখে পড়েছে রুশ সেনারা। ইউক্রেনীয়রা সর্বশক্তি দিয়ে লড়াই করছে। এ পর্যন্ত তারা রুশ বাহিনীর ৮০টি ট্যাংক, ১০টি যুদ্ধবিমান, ৭টি হেলিকপ্টার ও ৫১৬টি সাঁজোয়া যান ধ্বংস করেছে।
এ লড়াইয়ে অন্তত ২ হাজার ৮০০ রুশ সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছেন হান্না মালেয়ার।
এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বলেছে যে ইউক্রেনে প্রবল প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়ার সেনারা। একটি টুইট বার্তায় যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ান সামরিক বাহিনীর বারবার আক্রমণ সত্ত্বেও ইউক্রেনের বাহিনী গুরুত্বপূর্ণ শহরগুলো ধরে রেখেছে।
বিবৃতিতে বলা হয়, রাশিয়ান বাহিনী রাজধানী কিয়েভকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চারপাশ থেকে হামলা শুরু করেছে। কিন্তু ইউক্রেনের সশস্ত্র বাহিনী শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, রাশিয়ার বাহিনী দক্ষিণ ইউক্রেনের মারিউপোল এবং মেলিতোপোল শহরের মধ্যে একটি এলাকায় জল ও স্থলপথে একটি আক্রমণ শুরু করেছে।
কিয়েভে রুশ বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধ চলছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের মায়দান স্কয়ারে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া কিয়েভের ত্রয়েশ্চিনা এলাকা থেকেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিয়েভের কামানের গোলার শব্দ কয়েক মাইল দূর থেকে শোনা গেছে।