হোম > বিশ্ব > ইউরোপ

লিজ ট্রাসের সামনে কঠিন চ্যালেঞ্জ 

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। এর মধ্য দিয়ে গত ৬ বছরে ৪ জন প্রধানমন্ত্রী পেয়েছে দেশটি। এমন এক সময়ে তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের স্থলাভিষিক্ত হলেন যখন যুক্তরাজ্য একের পর এক সংকটে জর্জরিত। জ্বালানিসহ বিভিন্ন সংকটের কারণে দেশটিতে বেড়ে গেছে জীবনযাত্রার মান। ট্রাসের সামনে পাহাড়সম মুদ্রাস্ফীতি, শ্রম দ্বন্দ্ব এবং একটি সংকটাপন্ন স্বাস্থ্য ব্যবস্থা।

এত সব সংকট মোকাবিলা করতে নির্দিষ্ট করে কোনো পরিকল্পনা জানাননি নতুন প্রধানমন্ত্রী। তবে বিভিন্ন সময় বিভিন্ন মতামত দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সেই সংকট এবং ট্রাসের সম্ভাব্য পরিকল্পনার কথা।

জ্বালানি ও ট্যাক্স
যুক্তরাজ্যের প্রতিটি বাড়িতে জ্বালানি বিল রেকর্ড ৮০ শতাংশ বেড়ে গেছে। এ খাতে যুক্ত বেশ কয়েকজন জানিয়েছেন ভর্তুকি না দিলে আগামী জানুয়ারিতে মাঝে মাঝেই ‘ব্ল্যাকআউট’ হতে পারে। তবে এ খাতে ভর্তুকি না দেওয়ার কথা জানিয়েছেন ট্রাস। এর পরিবর্তে সরবরাহ বাড়াবেন বলে জানান তিনি। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সংকটে থাকা পরিবারের পাশে দাঁড়াতে ধনীদের থেকে বাড়তি ট্যাক্স না নেওয়ার কথাও জানান ট্রাস। এর পরিবর্তে তিনি কমিয়ে দিতে পারেন ট্যাক্সের পরিমাণ। ট্রাসের এ পরিকল্পনার কারণে ব্যাংকগুলো দ্রুত সুদের হার বাড়িয়ে দেবে বলে আভাস দিয়েছেন দেশটির বেশ কয়েকজন অর্থনীতিবিদ। 
 

অভিবাসন
দেশের বাইরে থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের জন্য পরিকল্পনা গুছিয়ে রেখেছেন লিজ ট্রাস। এরই মধ্যে তিনি রুয়ান্ডা পরিকল্পনা বিস্তৃত করার কথা জানিয়েছেন। এতে যুক্ত করা হবে আরও কয়েকটি দেশ। সীমান্তে আরও জনবল বাড়াবেন তিনি। শুধু তাই নয় কৃষি খাতে নতুন কিছু স্কিম নিয়ে আসবেন, যাতে করে বিদেশিরা যুক্তরাজ্যে গিয়ে কাজ করতে আগ্রহী হন।

অন্যান্য
কর্মীদের সাপ্তাহিক কর্মঘণ্টা নিয়ে এখনো তেমন কিছু বলেননি ট্রাস। তবে এটি ৪৮ ঘণ্টা থেকে কমিয়ে আনার চিন্তা করা হচ্ছে। উত্তর সাগর থেকে আরও তেল উত্তোলনের অনুমতি দেবেন ট্রাস। জাতীয় স্বাস্থ্যসেবায় (এনএইচএস) ১ হাজার ৩০০ কোটি ডলার নির্ধারণের কথা জানিয়েছেন তিনি।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট