হোম > বিশ্ব > ইউরোপ

‘হাভানা সিনড্রোমের’ পেছনে রাশিয়াকে দায়ী করা প্রতিবেদন ক্রেমলিনের প্রত্যাখ্যান

বিশ্বব্যাপী মার্কিন কূটনীতিক ও গুপ্তচরদের আক্রান্ত করা রহস্যময় ‘হাভানা সিনড্রোম’ রোগের পেছনে রুশ সামরিক গোয়েন্দাদের জড়িত থাকার সম্ভাবনা আছে বলে এক প্রতিবেদনে বলেছে অনুসন্ধানী গ্রুপ ইনসাইডার। তাদের প্রতিবেদনকে আজ সোমবার খারিজ করে দিয়েছে ক্রেমলিন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

লাটভিয়ার রিগাভিত্তিক রাশিয়াকেন্দ্রিক অনুসন্ধানী মিডিয়া গ্রুপ ইনসাইডার তাদের প্রতিবেদনে বলেছে, মার্কিন কর্মকর্তারা যে স্থানে এই রহস্যময় রোগে আক্রান্ত হয়েছিল, সেখানেই মোতায়েন করা হয় ‘২৯১৫৫’ নামে পরিচিত রুশ সামরিক গোয়েন্দা (জিআরইউ) ইউনিটের সদস্যদের।

অনুসন্ধানমূলক অনুষ্ঠান সিক্সটি মিনিটস এবং জার্মানির ডার স্পিগেলের সহযোগিতায় ইনসাইডারের করা বছরব্যাপী তদন্ত শেষে দেওয়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, নন-লিথাল অ্যাকুস্টিক অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত থাকায় ইউনিট ২৯১৫৫-এর ঊর্ধ্বতন সদস্যরা পুরস্কার ও পদোন্নতি পেয়েছেন।

প্রতিবেদনটি সম্পর্কে মতামত জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এটি মোটেও নতুন কোনো বিষয় নয়। বহু বছর ধরেই তথাকথিত হাভানা সিনড্রোমের বিষয়টি সংবাদমাধ্যমে অতিরঞ্জিত করা হয়েছে এবং প্রথম থেকেই এর সঙ্গে রাশিয়াকে যুক্ত করার চেষ্টা হচ্ছে। কিন্তু কেউ কোথাও এই ভিত্তিহীন অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ প্রকাশ করেনি। সুতরাং, এগুলো গণমাধ্যমের ভিত্তিহীন অভিযোগ ছাড়া আর কিছুই নয়।’

গত বছর প্রকাশিত একটি মার্কিন গোয়েন্দা তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১৬ সালে কিউবার রাজধানী হাভানায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা প্রথম রোগটি সম্পর্কে আক্রান্ত হন। বিদেশি কোনো প্রতিপক্ষকে এই রোগ ছড়ানোর পেছনে দায়ী করা হয়নি তখন। এই রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে—মাইগ্রেন, বমি বমি ভাব, স্মৃতিশক্তি কমে যাওয়া এবং মাথা ঘোরা।

ইনসাইডার তাদের প্রতিবেদনে বলেছে, হাভানা সিনড্রোম উপসর্গের প্রথম ঘটনা ২০১৬ সালের আগে ঘটে থাকতে পারে। এতে আরও বলা হয়, প্রায় দুই বছর আগে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে অবস্থানরত একজন মার্কিন কর্মচারীর ওপর সম্ভাব্য হামলা চালান হয়েছিল। তখন কোনো একটি রশ্মির আঘাতে জ্ঞান হারান সেই মার্কিন কর্মচারী।

মার্কিন কংগ্রেস ২০২১ সালে হাভানা আইন পাস করেছে। সেখানে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে স্টেট ডিপার্টমেন্ট, সিআইএ এবং অন্যান্য মার্কিন সরকারি সংস্থাগুলোর কোনো কর্মী হাভানা সিনড্রোমে আক্রান্ত হলে সেই কর্মী ও তাঁর পরিবারকে অর্থ প্রদান করা হবে।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার