ইউক্রেনের মেলিতোপোল শহর থেকে তিন ইসরায়েলিকে ধরে নিয়ে গিয়েছে রুশ বাহিনী। এমন অভিযোগ করেছে ইউক্রেন সরকার। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
একটি ফেসবুকে পোস্টে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেন, আজ মেলিতোপোলে রাশিয়ান দখলদাররা তিন ইসরায়েলি নাগরিককে অপহরণ করেছে।
ইউক্রেন সরকার জানায়, অপহৃতরা হলেন—মিখাইল কুমোক ও তাঁর বাবা-মা। মিখাইল কুমোককে প্রকাশনী সংস্থার মালিক।
এ নিয়ে ইউক্রেনে সরকারের পক্ষ থেকে আর কিছু বিস্তারিত জানানো হয়নি।