হোম > বিশ্ব > ইউরোপ

শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে পোপ ফ্রান্সিস

শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস। আগামী কয়েক দিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে বলে জানিয়েছে ভ্যাটিকান। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ৮৬ বছর বয়সী পোপ সম্প্রতি শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে পরীক্ষায় জানা গেছে, তাঁর শরীরে করোনা সংক্রমণ নেই। পোপকে আগামী কয়েক দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।

পোপের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তি বলেছেন, নিরাপত্তাসহ তাঁর ঘনিষ্ঠ কর্মীরা জেমেলি হাসপাতালে রাত্রিযাপন করবেন বলে ধারণা করা হচ্ছে।

বছরের এই সময়ে সবচেয়ে ব্যস্ততার সঙ্গে কাটান পোপ। কারণ ইস্টার ছুটির আগে এই সময়ে তাঁর অনেক পূর্বনির্ধারিত কর্মসূচি থাকে। এ সপ্তাহেই ‘পাম সানডে’ উদ্‌যাপনের কথা রয়েছে। এ ছাড়া আগামী সপ্তাহে ‘হলি উইক’ ও ‘ইস্টার’ উদ্‌যাপনের কথা রয়েছে পোপ ফ্রান্সিসের। আগামী মাসের শেষের দিকে হাঙ্গেরি সফরে যাওয়ার কথা রয়েছে তাঁর।

এদিকে পোপের অসুস্থতার খবর শুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর সুস্থতার জন্য সবাইকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পোপের নিজ শহর আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের মানুষ তাঁর প্রতি সহানুভূতি জানিয়েছেন। ড্যানিয়েল সাকো নামের এক ব্যক্তি বলেছেন, পোপকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে যে তিনি তাঁর দায়িত্ব চালিয়ে যেতে পারবেন কি না।

ভিক্টোরিয়া ভেরা নামের এক ব্যক্তি বলেছেন, ‘পোপ খুব খোলা মনের মানুষ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’

পোপ ফ্রান্সিস সম্প্রতি হাঁটুর ব্যথায় ভুগছিলেন। গত কয়েক মাস ধরে তাঁকে হুইলচেয়ারে চলাফেরা করতে দেখা গেছে। ২০২১ সালে কোলন সমস্যার কারণে তিনি অস্ত্রোপচারও করেছিলেন।

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা