হোম > বিশ্ব > ইউরোপ

সৌদি আয়োজিত ‘ইউক্রেন শান্তি সম্মেলন’ নিয়ে বিপরীতমুখী অবস্থানে চীন-রাশিয়া 

সৌদি আরব আয়োজিত ইউক্রেন শান্তি সম্মেলন নিয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছে দুই বন্ধুপ্রতিম দেশ চীন ও রাশিয়া। ইউক্রেন-সংকট সমাধানের উপায় খোঁজার জন্য আয়োজিত এই শান্তি সম্মেলনের ব্যাপক প্রশংসা করেছে চীন। বিপরীতে রাশিয়া বলেছে, এই সম্মেলন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চীন সরকারের ইউরেশিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি ও রাশিয়ায় নিযুক্ত সাবেক চীনা রাষ্ট্রদূত লি হুই জেদ্দায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী ইউক্রেন শান্তি সম্মেলনে অংশ নেন। চীনা প্রতিনিধি ছাড়াও যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউসহ ৪০টিরও বেশি দেশের নেতা ও প্রতিনিধিরা ইউক্রেনে শান্তির আনয়নের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করতে বৈঠকে যোগ দেন। তবে দেশগুলোর মধ্যে চীনই রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত।

বার্তা সংস্থা রয়টার্স চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘উপসাগরীয় দেশটির বন্দরনগরী জেদ্দায় অনুষ্ঠিত দুই দিনের বৈঠকটি ইউক্রেনে চলমান সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার বিষয়ে আন্তর্জাতিক ঐকমত্যকে একীভূত করতে সাহায্য করেছে।’

যদিও শীর্ষ সম্মেলনে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়নি। তবে এ বিষয়ে ভবিষ্যতে আরও আলোচনা করার অঙ্গীকার করেছে বৈঠকে যোগ দেওয়া দেশগুলো। তবে ইউক্রেন এই সম্মেলনে চীনের উপস্থিতিকে কূটনৈতিক বিজয় হিসেবে স্বাগত জানিয়েছে। কারণ, বেইজিং গত জুনে ডেনমার্কে অনুষ্ঠিত একই রকম আলোচনা থেকে সরে এসেছিল।

জেদ্দায় চীনকে বিশেষ মর্যাদাই দেওয়া হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর প্রকাশিত ছবি থেকে দেখা গেছে, চীনের প্রতিনিধি লি হুই আয়োজক দেশ সৌদি আরবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাদ বিন মোহাম্মদ আল-আইবার এক পাশে বসেছিলেন, আল-আইবার অপর পাশে বসে ছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান।

জেদ্দা সম্মেলনে চীনের উপস্থিতিকে ইউক্রেন ইতিবাচকভাবে দেখলেও বিষয়টি নিয়ে শঙ্কিত নয় বেইজিং। বরং তারা অতীতের মতোই ইউক্রেন-সংকট বিষয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চায়। এমনকি ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পরও বেইজিং মস্কোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে গেছে এবং এ বিষয়ে রাশিয়ার নিন্দা করা থেকে বিরত রয়েছে।

এদিকে রাশিয়া এই আলোচনাকে ব্যর্থ বলে আখ্যা দিয়েছে। দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্মেলনকে বলেছে, জেলেনস্কিকে সমর্থন করার জন্য গ্লোবাল সাউথকে একত্র করার পশ্চিমা প্রচেষ্টা এবং দেশটি বলেছে, এ ধরনের প্রচেষ্টা অবশ্যই ব্যর্থতায় পর্যবসিত হবে।

তবে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই র‍্যাবকভ অবশ্য বলেছেন, চীন ও ভারতের মতো ব্রিকস সদস্যদেশগুলো অংশগ্রহণ করায় সম্মেলনটি আংশিক কার্যকর ছিল। কারণ, কিয়েভের পশ্চিমা পৃষ্ঠপোষকদের কিছু আক্কেল জ্ঞান প্রদর্শন করতে পেরেছেন।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার