হোম > বিশ্ব > ইউরোপ

‘গাজায় ইসরায়েলি গণহত্যার মূল হোতা পশ্চিমারা আরেকটি ক্রুসেড তৈরির চেষ্টা করছে’ 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তার মূল হোতা পশ্চিমা। পশ্চিমা বিশ্বের নেতারা খ্রিষ্টানদের মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আরও একটি ক্রুসেডের পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। গতকাল শনিবার এরদোয়ান এ কথা বলেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান শুরু থেকেই ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়ে সোচ্চার। তবে গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলি হামলা চালানোর পর তিনি সতর্ক অবস্থান গ্রহণ করেন। কিন্তু পরে ইসরায়েলি হামলায় গাজায় নিহতদের সংখ্যা বাড়তে থাকায় এরদোয়ান ইসরায়েলের সমালোচনায় মুখর হন। 
 
পশ্চিমা বিশ্বের সমালোচনা করে এরদোয়ান বলেন, ‘গাজায় যে গণহত্যা শুরু হয়েছে তার পেছনের মূল হোতা পশ্চিমা বিশ্ব।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি পশ্চিমা বিশ্বের কিছু বিবেকবান মানুষের কথা বাদ দেই তাহলে গাজায় গণহত্যা সম্পূর্ণভাবে পশ্চিমাদের কাজ।’ এ সময় তিনি বলেন, ইসরায়েল যুদ্ধাপরাধীদের মতো আচরণ করছে। 

ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘অবশ্যই প্রতিটি দেশের নিজেকে রক্ষার অধিকার রয়েছে কিন্তু এই ইস্যুতে ন্যায়বিচার কোথায়?’ তিনি আরও বলেন, পশ্চিমা বিশ্ব ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য মায়া কান্না কাঁদছে কিন্তু গাজায় বেসামরিক নাগরিকদের মৃত্যুতে চোখ বন্ধ করে রাখছে। 
 
এরদোয়ান আরও বলেন, ‘আমরা সবাই এ ধরনের ডাবল স্ট্যান্ডার্ড ও এ ধরনের ভণ্ডামির বিরুদ্ধে।’ এ সময় তিনি অভিযোগ করেন, ইসরায়েলের পশ্চিমা মিত্ররা খ্রিষ্টানদের মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আরেকটি ক্রুসেড যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। এ সময় তিনি সংলাপের আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের সংলাপের আহ্বান শুনুন। কারণ কাউকেই ন্যায়বিচার থেকে বঞ্চিত করা যাবে না।’

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম