রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রতিক্রিয়ায় দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নেতারা। তাঁরা বলেন, পুতিনকে অবশ্যই হারতে হবে। তিনি ইউরোপে রাজা-বাদশাহদের যুগ ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইইউ নেতারা রাশিয়ার ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য রাতারাতি জরুরি শীর্ষ বৈঠকে বসেন এবং নিষেধাজ্ঞার বিষয়ে নীতিগতভাবে সম্মত হন। প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়ার প্রবেশাধিকার রোধ করতে তাঁরা যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারেও সম্মত হয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল বলেন, ইইউ ব্লকে রাশিয়ার সম্পদ জব্দ করা হবে এবং ইউরোপের আর্থিক বাজারে তাদের ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
এদিকে, ইইউ কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়েন এক টুইট বার্তায় বলেছেন, রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ। সংস্থাটি রুশ মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ করার পাশাপাশি ব্যাংকিং বাজারে অন্তত ৭০ শতাংশ অ্যাকসেস বন্ধ করতে যাচ্ছে।