হোম > বিশ্ব > ইউরোপ

অধিকৃত মেলিতোপোলে ইউক্রেনের হামলা

রাশিয়ার অধিকৃত ইউক্রেনের দক্ষিণাঞ্চল মেলিতোপোলের একটি সামরিক ব্যারাকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এসব হামলা চালানো হয়। প্রতিবেদন সিএনএনের। 

মেলিতোপোলে হামলার বিষয়ে রাশিয়ার নিয়োগ করা প্রশাসনের প্রধান আলেক্সি কুলেমজিন জানান, শনিবার সন্ধ্যায় শহরটিতে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। 

সিএনএন বলছে, এ বছরের মার্চে জাপোরিঝিয়ার পার্শ্ববর্তী শহর মেলিতোপোল দখল করে শক্ত ঘাঁটি গেড়েছে রুশ বাহিনী। শনিবার হিমার্স রকেট লঞ্চার দিয়ে শহরটিতে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালান ইউক্রেনীয় সেনারা। 

মেলিতোপোলের নির্বাসিত মেয়র ইভান ফেদেরভ একাধিক বিস্ফোরণের তথ্য নিশ্চিত করে বলেন, ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র শহরের একটি চার্চে আঘাত হেনেছে। সেখানে রুশ সেনারা অবস্থান করছিলেন। 

এদিকে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায়ও রুশ সেনাদের একটি ব্যারাকে ইউক্রেন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যায়। তবে সিএনএন ক্রিমিয়ায় হামলার খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি। 

অন্যদিকে শনিবার কিয়েভের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনের বন্দর নগরী ওডেসার বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে অন্তত ১৫ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। 

এ পরিস্থিতিকে খুব কঠিন বলে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

ইউক্রেনের প্রেসিডেন্টের প্রশাসনের উপপ্রধান কিরিলো তিমোশেঙ্কো ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেন, ‘এই মুহূর্তে ওডেসায় বিদ্যুৎ নেই। শুধু হাসপাতাল ও প্রসূতি ওয়ার্ডের মতো জরুরি অবকাঠামোতে বিদ্যুৎ সরবরাহ আছে।’

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট