হোম > বিশ্ব > ইউরোপ

প্রধানমন্ত্রী মায়ের ভাষণে মেয়ের বাধা!  

ফেসবুকে লাইভে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের ভাষণে বিঘ্ন তৈরি করেছে তাঁর তিন বছরের মেয়ে শিশু নিভে। জেসিন্ডা প্রধানমন্ত্রী হলেও ব্যক্তি জীবনে তিনি যে একজন মা লাইভে এসে তাই মনে করিয়ে দিল নিভে।

গত সোমবার করোনার বিধিনিষেধ নিয়ে জাতির উদ্দেশে ফেসবুকে ভাষণ দিচ্ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। এর মধ্যেই একটি ছোট কণ্ঠকে বলতে উঠে শোনা যায় ‘মাম্মি’। এর জবাবে আরডার্নকে বলতে শোনা যায়, ‘তোমার এখন বিছানায় থাকার কথা প্রিয়। এখন ঘুমানোর সময়। ’

এই কথা বলেই জনগণের কাছ থেকে কিছু সময় নিয়ে মেয়েকে নানির কাছে রেখে আসতে যান আডার্না। এরপর তিনি আবার ভাষণ দেওয়া শুরু করে। এর কিছুক্ষণ পর আবার তাঁর মেয়েকে লাইভে স্ট্রিমে দেখা যায়। এই সময় মেয়েকে জেসিন্ডাকে বলেন, ‘আমি দুঃখিত প্রিয়। খুব দেরি হয়ে যাচ্ছে।’  

মেয়ের সঙ্গে এই কথোপকথনের পরেই জনগণের কাছ থেকে বিদায় নিয়ে লাইভ স্ট্রিম থামিয়ে দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।  

জেসিন্ডা বিশ্বের দ্বিতীয় নারী যিনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময় ২০১৮ সালের কন্যা শিশুর জন্ম দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বিশ্বের প্রথম নারী যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় সন্তানের জন্ম দিয়েছিলেন। মেয়েকে নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদেও দেখা গিয়েছে জেসিন্ডাকে। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট