হোম > বিশ্ব > ইউরোপ

প্রধানমন্ত্রী মায়ের ভাষণে মেয়ের বাধা!  

ফেসবুকে লাইভে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের ভাষণে বিঘ্ন তৈরি করেছে তাঁর তিন বছরের মেয়ে শিশু নিভে। জেসিন্ডা প্রধানমন্ত্রী হলেও ব্যক্তি জীবনে তিনি যে একজন মা লাইভে এসে তাই মনে করিয়ে দিল নিভে।

গত সোমবার করোনার বিধিনিষেধ নিয়ে জাতির উদ্দেশে ফেসবুকে ভাষণ দিচ্ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। এর মধ্যেই একটি ছোট কণ্ঠকে বলতে উঠে শোনা যায় ‘মাম্মি’। এর জবাবে আরডার্নকে বলতে শোনা যায়, ‘তোমার এখন বিছানায় থাকার কথা প্রিয়। এখন ঘুমানোর সময়। ’

এই কথা বলেই জনগণের কাছ থেকে কিছু সময় নিয়ে মেয়েকে নানির কাছে রেখে আসতে যান আডার্না। এরপর তিনি আবার ভাষণ দেওয়া শুরু করে। এর কিছুক্ষণ পর আবার তাঁর মেয়েকে লাইভে স্ট্রিমে দেখা যায়। এই সময় মেয়েকে জেসিন্ডাকে বলেন, ‘আমি দুঃখিত প্রিয়। খুব দেরি হয়ে যাচ্ছে।’  

মেয়ের সঙ্গে এই কথোপকথনের পরেই জনগণের কাছ থেকে বিদায় নিয়ে লাইভ স্ট্রিম থামিয়ে দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।  

জেসিন্ডা বিশ্বের দ্বিতীয় নারী যিনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময় ২০১৮ সালের কন্যা শিশুর জন্ম দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বিশ্বের প্রথম নারী যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় সন্তানের জন্ম দিয়েছিলেন। মেয়েকে নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদেও দেখা গিয়েছে জেসিন্ডাকে। 

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস