ইউক্রেনের দক্ষিণের বন্দরনগরী মাইকোলাইভে নতুন করে গোলাবর্ষণ শুরু করেছে রুশ সেনাবাহিনী। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
স্থানীয় সংবাদমাধ্যম নিউজ এন জানিয়েছে, ভোর ৫টা দিকে রুশ সেনারা মাইকোলাইভের দিকে গোলাবর্ষণ শুরু করে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক মাইকেল শোয়ার্টজ টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের আলোতে ভোরের আকাশ আলোকিত হয়ে উঠেছে।
ভিডিওর ক্যাপশনে শোয়ার্টজ লিখেছেন, শহরের পূর্ব উপকণ্ঠে গোলাগুলি হচ্ছে বলে মনে হচ্ছে।
এদিকে ভারতীয় বার্তা সংস্থা ইউএনআই জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণের এই শহরটিকে অন্তত ৪ লাখ ৭৬ হাজার মানুষ বাস করে। আজ ভোর থেকে এই শহরে গোলাবর্ষণ শুরু করেছে রুশ সেনারা।
ইউক্রেনে রুশ বাহিনীর চলমান সামরিক অভিযান আজ সোমবার ১২ তম দিনে গড়িয়েছে। ইউক্রেনের বন্দরনগরী খেরসন এবং সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিলেও রাজধানীশহর এখনো দখলে নিতে পারেনি রুশ সেনারা। ইউক্রেন বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে রুশ সেনাদের বিশাল সাঁজোয়াবহর রাজধানী কিয়েভের বাইরে আটকে আছে। তবে ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, রাজধানী কিয়েভে সর্বাত্মক আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে রুশ বাহিনী।