তুরস্কের পূর্বাঞ্চলীয় ইরান সীমান্তবর্তী ভ্যান প্রদেশে রোববার সকালে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এ তথ্য জানিয়েছে।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যান প্রদেশের মোরাদিয়ে শহর দিয়ে মিনিবাসটি যাচ্ছিল। হঠাৎ মিনিবাসে আগুন লেগে দুর্ঘটনাটি ঘটে। বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত মিনিবাসের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপে প্রবেশের জন্য তুরস্ককে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করেন। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথ পাড়ি দেন। আবার অনেকে মিনিবাস ও ট্রাকে করে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন।
এর আগে ২০২০ সালের জুনে ৬০ জন অভিবাসনপ্রত্যাশীসহ একটি নৌকাভ্যান লেকে ডুবে যায়।