হোম > বিশ্ব > ইউরোপ

বিদ্যুৎ সংকটে কিয়েভ ছাড়তে হতে পারে বাসিন্দাদের, মেয়রের সতর্কতা

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের শহরটি ছাড়তে হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন মেয়র ভিতালি ক্লিৎস্কো। কিয়েভ পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়লে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে হতে পারে বলে জানান তিনি। এ জন্য রাজধানীবাসীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান কিয়েভের মেয়র। 

বিবিসির খবরে বলা হয়, গত কয়েক সপ্তাহ মাঝে মাঝে কিয়েভের লাখ লাখ বাসিন্দাকে পানি ও বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রাশিয়ার বিমান হামলার জেরে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। বিদ্যুৎ কেন্দ্র ও সঞ্চালন লাইনে রুশ হামলায় দেশটির প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে। 

ইউক্রেনের একটি টেলিভিশনে কথা বলার সময় মেয়র ক্লিৎস্কো অবকাঠামোতে রুশ হামলাকে ‘সন্ত্রাসবাদ’ ও ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘ইউক্রেনীয়দের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দরকার নেই, তাঁর দরকার ভূখণ্ড। তাই এখন যা হচ্ছে, তা গণহত্যা। তাঁর কাজ হলো, আমাদের ঠান্ডায় মেরে ফেলা নিজ ভূখণ্ড ছেড়ে পালাতে বাধ্য করা যেন এটি তিনি দখলে নিতে পারেন।’ 

ক্লিৎস্কো আরও বলেন, পানি ও বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে কর্তৃপক্ষ ‘সবকিছু’ করছে, তা সত্ত্বেও ভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিয়েভের কেন্দ্রে এখনো বিদ্যুৎ ও পানি আছে, তাই সেখানে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে থাকার জন্য শহরের ৩০ লাখ বাসিন্দার ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানান তিনি। 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, বিদ্যুৎ ব্যবস্থা ও অবকাঠামোর ওপর ফের বড় ধরনের হামলা চালাতে পারে রাশিয়া। 

সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। রাজধানী কিয়েভসহ ইউক্রেনের প্রধান প্রধান শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মস্কো।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট