হোম > বিশ্ব > ইউরোপ

বাংলাদেশে আসতে পারেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। ছবি: সংগৃহীত

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফর করতে পারেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর।

ডেইলি মিরর রাজ পরিবারের একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, ‘এমন একটি সফরের পরিকল্পনা করা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। রাজা ও রানির দক্ষিণ এশিয়া সফর কেবল ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ নয়। এটি বৈশ্বিক মঞ্চে আমাদের দেশের কৌশলগত অবস্থানকেও মজবুত করবে।’

গত ফেব্রুয়ারিতে রাজার ক্যানসার আক্রান্তের খবরটি প্রকাশ্যে আনে বাকিংহাম প্যালেস। তবে চিকিৎসকেরা জানান, রাজার চিকিৎসা ভালোভাবেই এগোচ্ছে। তিনি আগামী বছর সফরে যেতে পারবেন।

সম্প্রতি জি-২০ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হয়। এরই প্রেক্ষাপটে, ব্রেক্সিট পরবর্তী ব্রিটেন-ভারত অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে রাজপরিবারের সদস্যদের একটি ‘কূটনৈতিক মিশনে’ পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।

ডেইলি মিরর আরও জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ্ছে। এ ছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজা-রানির জন্য একটি সফর আয়োজন করতে ইচ্ছা প্রকাশ করেছেন।

এর আগে ২০১৯ সালে রাজা ভারত সফর করেছিলেন। সে সফরের মূল বিষয় ছিল জলবায়ু পরিবর্তন, স্থায়িত্ব এবং সামাজিক অর্থনীতি।

গত অক্টোবরে সামোয়া থেকে ফেরার পথে বেঙ্গালুরুর সোকিয়া ইন্টারন্যাশনাল হোলিস্টিক হেলথ সেন্টারে একটি যাত্রাবিরতি দেন রাজা তৃতীয় চার্লস। দীর্ঘ সফরের পর বিশ্রাম নেওয়ার জন্য ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তিনি এই যাত্রাবিরতি দিয়েছিলেন।

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার