হোম > বিশ্ব > ইউরোপ

এবার লন্ডনে বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০০ কর্মী

আজকের পত্রিকা ডেস্ক­

লন্ডনের অ্যাবারডিন প্লেসের আগুন। ছবি: সংগৃহীত

ব্রিটিশ রাজধানী লন্ডনের প্যাডিংটনে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের অন্তত ১০০ জন কর্মী। এই অগ্নিকাণ্ডের ঘটনার কয়েক সপ্তাহ আগেই একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল হিথ্রো বিমানবন্দরের কাছের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে। এতে বিমানবন্দরে ব্যাপক অচলাবস্থা তৈরি হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, লন্ডন ফায়ার ব্রিগেড (এলএফবি) জানিয়েছে, প্যাডিংটনের অ্যাবারডিন প্লেসে লাগা এই আগুন নেভাতে দমকলের ১৫টি ইউনিট ও প্রায় ১০০ জন কর্মী কাজ করছেন। ঘটনাস্থল ব্যাপক ধোঁয়ায় আচ্ছন্ন। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল ৫টা ২৯ মিনিটে আগুনের খবর পায় লন্ডন ফায়ার ব্রিগেড।

আগুন দ্রুতই পাশের একটি আবাসিক ভবনের ছাদে ছড়িয়ে পড়ে। সেখান থেকে প্রায় ৮০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, এই ঘটনায় কেউ আহত হননি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সম্ভবত একটি বিস্ফোরণের পর প্রচুর কালো ধোঁয়া আকাশে উড়ছে। ধোঁয়ার হাত থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দা এবং জরুরি পরিষেবার কর্মীদের মাস্ক পরতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁর স্ত্রী তাঁকে জানালে তিনি শোয়ার ঘরের জানালা দিয়ে আগুন দেখতে পান। তিনি বলেন, ‘ঘন কালো ধোঁয়ার মধ্যে বিশাল শিখা দেখা যাচ্ছিল। এটা সাধারণ কোনো বাড়ির আগুন ছিল না।’ তিনি আরও জানান, তাঁর গাড়িটি কর্ডন করে রাখা এলাকার মধ্যে আটকে আছে এবং কখন সেটি নিতে পারবেন সে সম্পর্কে তাঁকে কিছু জানানো হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত স্টেশন কমান্ডার পল মরগান বলেন, ‘আগুনটি বেশ দৃশ্যমান এবং প্রচুর ধোঁয়া তৈরি হচ্ছে। বাসিন্দাদের তাদের জানালা ও দরজা বন্ধ রাখতে এবং সম্ভব হলে ওই এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে।’

এলএফবির এক মুখপাত্র বলেন, ‘প্যাডিংটনের কাছে অ্যাবারডিন প্লেসের একটি বৈদ্যুতিক সাবস্টেশনে লাগা আগুন নেভাতে ১৫টি ফায়ার ইঞ্জিন এবং প্রায় ১০০ জন কর্মীকে ডাকা হয়েছে। একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগেছে। পাশের একটি আবাসিক ভবনের ছাদের কিছু অংশেও আগুন ধরেছে। একটি ফ্ল্যাট থেকে প্রায় ৮০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উপর থেকে আগুন নেভানোর জন্য ৩২-মিটার টার্নটেবল ল্যাডার ব্যবহার করা হচ্ছে। এই আগুন সম্পর্কে ৯৯৯ কন্ট্রোল অফিসাররা প্রায় ১৬০টি কল পেয়েছেন।’

উল্লেখ্য, এক মাস আগেই নর্থ হাইড বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে ব্রিটেনের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দর কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। বিশ্বজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল বা ঘুরিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে হাজার হাজার যাত্রী পরিবহন সংকটে পড়েন। হিথ্রো থেকে আসা-যাওয়া ১ হাজার ৩০০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছিল।

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া