ইউক্রেনের একটি তেজস্ক্রিয় বর্জ্য নিষ্ক্রিয়ের সাইটে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থা। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এ হামলায় ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং তেজস্ক্রিয় ছড়িয়ে পড়েনি।
এক বিবৃতিতে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেছেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষ তার অফিসকে রাতভর হামলার কথা জানিয়েছে। তিনি বলেছেন, এ হামলায় তেজস্ক্রিয় ফলাফল কী হবে তা শিগগিরই জানা যাবে।
এ ছাড়া ইউক্রেনের খারকিভ শহরে একই ধরনের একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয়করণ বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে।
রাফায়েল গ্রসি বলেন, এ দুটি ঘটনা ‘বাস্তব ঝুঁকি’ তুলে ধরেছে। যে দুটি সাইট ধ্বংস হলো, তার তেজস্ক্রিয় ছড়িয়ে পড়লে মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে।