ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। আজ বৃহস্পতিবার শহরটির প্রশাসনিক ভবনের দখল নিয়েছে রুশ সেনারা। স্থানীয় প্রশাসনের প্রধান হেন্নাদি লাহুতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটি জানিয়েছেন।
ফেসবুকে হেন্নাদি লাহুতা বলেন, এখনো তবুও আমরা আমাদের দায়িত্ব ছাড়িনি। আঞ্চলিক অপারেশনাল স্টাফ কাজ চালিয়ে যাচ্ছে। এই অঞ্চলের বাসিন্দাদের সাহায্য করার জন্য চাপের মধ্যে কাজ করে চলেছে। আমরা মানবিক সাহায্যের জন্য অপেক্ষা করছি
স্থানীয় জনগণের উদ্দেশে হেন্নাদি লাহুতা বলেন, অনুগ্রহ করে ভুয়া তথ্যে বিশ্বাস করবেন না এবং আতঙ্কিত হবেন না।
রাশিয়ার জন্য খেরসন দখল এটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। এর কারণ হলো-ওই শহরের কৌশলগত অবস্থান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, খেরসন নিপার নদীর মুখে অবস্থিত কৌশলগত একটি শহর। যেখান থেকে সহজে কৃষ্ণসাগরে বের হওয়া যায়।
২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলার পর যেসব এলাকা রাশিয়া নিয়ন্ত্রণে নিয়েছে সেগুলোর মধ্যে এ শহরের গুরুত্ব অনেক বেশি।
এ শহরে বাস করেন তিন লাখের মতো মানুষ। এর নিয়ন্ত্রণ রাশিয়াকে অত্যধিক মাত্রায় সুবিধা দেবে।