ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাত নিরসন ও ‘শান্তিপূর্ণ সমাধান খুঁজতে প্রস্তুত’ চীন প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে টেলিফোন আলাপের পর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের ক্রিশ্চিয়ান আমানপোরের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দিমিত্রো কুলেবা বলেন, “রাশিয়া-ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তা শেষ করতে চৈনিকরা কূটনৈতিক আলোচনার মাধ্যমে ‘শান্তিপূর্ণ সমাধান খুঁজতে প্রস্তুত’।”
কুলেবার সঙ্গে টেলিফোনে আলাপকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে। এ সময় তিনি ইউক্রেন ও রাশিয়াকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান।
ইউক্রেনের একটি অজ্ঞাত স্থান থেকে ক্রিশ্চিয়ান আমানপুরের সঙ্গে আলাপকালে কুলেবা জানান, তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রীকে রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্কের ওপর ভিত্তি করে পুতিনকে অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে বলার জন্য অনুরোধ করেছেন।
চীন রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাতের কূটনৈতিক সমাধানকে সমর্থন করবে কিনা সে বিষয়ে আমানপোর প্রশ্ন করলে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীনের গঠনমূলক সম্পৃক্ততা সম্ভব’। এ সময় কুলেবা রাশিয়ার নিন্দা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে চীন ভোটদান থেকে বিরত ছিল সে কথাও উল্লেখ করেন।