রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত এক টেলিভিশনে যুদ্ধবিরোধী বার্তা প্রচার করা সাংবাদিক মেরিনা ওভস্যানিকোভাকে মস্কোর ওস্তানকিনো আদালতে তোলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মারিনা ওভস্যানিকোভাকে একটি অননুমোদিত পাবলিক ইভেন্ট আয়োজন করার জন্য অভিযুক্ত করা হয়েছে ৷ এতে তার ২০০ পাউন্ড জরিমানা অথবা ১০ দিনের জেল হতে পারে।
এর মানে দাঁড়াচ্ছে, রাশিয়ার সশস্ত্র বাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো নিয়ে মস্কো যে নতুন আইন করেছে তাতে মারিনা ওভস্যানিকোভাকে অভিযুক্ত করা হয়নি।
এর আগে ওভস্যানিকোভার আইনজীবী দাবি করেন, সাংবাদিক মেরিনা ওভস্যানিকোভাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।