হোম > বিশ্ব > ইউরোপ

ব্রিটেনে তীব্র দাবদাহে ১৩ জনের মৃত্যু

ব্রিটেনে তীব্র দাবদাহের কারণে অসুস্থ হয়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। তীব্র তাপে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়া, ছোট্ট এলাকায় দাবানলের সৃষ্টি হওয়া, ট্রেনের সিগনাল নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। চলতি বছর দেশটির বিগত প্রায় সাড়ে ৩০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজ বুধবার লন্ডন ফায়ার ব্রিগেড তাদের সবচেয়ে ব্যস্ততম দিনটি পার করেছে। তীব্র তাপমাত্রার কারণে লন্ডনের বেশ কয়েকটি দালানে আগুন লেগে গিয়েছিল। ঘটেছে বিস্ফোরণের ঘটনাও। এমনকি লন্ডনের রেললাইনের পাশের ঘাসেও আগুন লেগে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ঘটেছে।

পূর্ব লন্ডনের ওয়েনিংটনের বাসিন্দা টিমোথি স্টক সাম্প্রতিক দাবদাহের কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডে তাঁর বাড়ি হারিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি বলেছেন, ‘আমাদের আর কিছুই নেই, সবকিছু শেষ।’

এদিকে, মারা যাওয়া ১৩ জনের বিষয়ে কথা বলতে গিয়ে আজ বুধবার ব্রিটিশ মন্ত্রী কিট ম্যালথাস দেশটির পার্লামেন্টে বলেছেন, ‘অন্ততপক্ষে ১৩ জন মানুষের মৃত্যু হয়েছে সাম্প্রতিক দিনগুলোতে। যারা গরমের কারণে নদী, বিভিন্ন জলাধার এবং লেকে সাঁতার কাঁটতে গিয়ে মারা গেছেন। এদের মধ্যে ৭ জনই বয়সে তরুণ।’

ম্যালথাস আরও জানান, কেবল লন্ডনেই অন্তত ৪১ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং লন্ডনের বাইরে ব্রিটেনের বিভিন্ন স্থানে আরও এক ডজনেরও বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কী আছে গ্রিনল্যান্ডের ভূগর্ভে, যার কারণে ট্রাম্প এত মরিয়া

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ, আটলান্টিকে তেলের ট্যাংকার পাহারা দেবে রাশিয়ার যুদ্ধজাহাজ

প্রেসিডেন্ট মাখোঁর স্ত্রীকে সাইবার বুলিংয়ের দায়ে ১০ জন দোষী সাব্যস্ত

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের হামলা মানে ন্যাটোর মৃত্যু, হুঁশিয়ারি ডেনমার্কের

বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা চমৎকার

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের নিন্দায় সরব রাশিয়া, নীরব চীন

৪ লাখ রুশ হতাহতের দাবি ইউক্রেনের, ৬৬৪০ বর্গকিমি দখলের দাবি রাশিয়ার

সুইজারল্যান্ডের বারে আগুনে মৃত্যু ৪০, দুর্ঘটনার কারণ শ্যাম্পেনের বোতলে লাগানো আতশবাজি

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ