হোম > বিশ্ব > ইউরোপ

ব্রিটেনে তীব্র দাবদাহে ১৩ জনের মৃত্যু

ব্রিটেনে তীব্র দাবদাহের কারণে অসুস্থ হয়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। তীব্র তাপে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়া, ছোট্ট এলাকায় দাবানলের সৃষ্টি হওয়া, ট্রেনের সিগনাল নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। চলতি বছর দেশটির বিগত প্রায় সাড়ে ৩০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজ বুধবার লন্ডন ফায়ার ব্রিগেড তাদের সবচেয়ে ব্যস্ততম দিনটি পার করেছে। তীব্র তাপমাত্রার কারণে লন্ডনের বেশ কয়েকটি দালানে আগুন লেগে গিয়েছিল। ঘটেছে বিস্ফোরণের ঘটনাও। এমনকি লন্ডনের রেললাইনের পাশের ঘাসেও আগুন লেগে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ঘটেছে।

পূর্ব লন্ডনের ওয়েনিংটনের বাসিন্দা টিমোথি স্টক সাম্প্রতিক দাবদাহের কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডে তাঁর বাড়ি হারিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি বলেছেন, ‘আমাদের আর কিছুই নেই, সবকিছু শেষ।’

এদিকে, মারা যাওয়া ১৩ জনের বিষয়ে কথা বলতে গিয়ে আজ বুধবার ব্রিটিশ মন্ত্রী কিট ম্যালথাস দেশটির পার্লামেন্টে বলেছেন, ‘অন্ততপক্ষে ১৩ জন মানুষের মৃত্যু হয়েছে সাম্প্রতিক দিনগুলোতে। যারা গরমের কারণে নদী, বিভিন্ন জলাধার এবং লেকে সাঁতার কাঁটতে গিয়ে মারা গেছেন। এদের মধ্যে ৭ জনই বয়সে তরুণ।’

ম্যালথাস আরও জানান, কেবল লন্ডনেই অন্তত ৪১ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং লন্ডনের বাইরে ব্রিটেনের বিভিন্ন স্থানে আরও এক ডজনেরও বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট