হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার নিরাপত্তাবাহিনীর ভবনে বিস্ফোরণে ১ জন নিহত

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ অন ডনে নিরাপত্তাবাহিনীর একটি ভবনে স্থানীয় সময় বৃহস্পতিবার বিস্ফোরণের পর আগুনে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত দুজন। রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। 

বার্তা সংস্থা রয়টার্সের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, রোস্তভের একটি বিপণনকেন্দ্র ও একটি আবাসিক ভবনের কাছে বাতাসে কালো ধোঁয়া উড়ছে। রোস্তভ শহরটি পূর্ব ইউক্রেন সংলগ্ন অঞ্চলের রাজধানী। এই অঞ্চলে ইউক্রেন বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর লড়াই চলছে। 

যে ভবনে বিস্ফোরণ ঘটেছে সেটি ‘এফএসবি’ নামে পরিচিত। এটি অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলার কাজে ব্যবহৃত হয়। 

মস্কো এক বিবৃতিতে বলেছে, এফএসবি (ফেডারেল সিকিউরিটি সার্ভিস) ভবনের ভেতরে একটি ওয়ার্কশপে রাখা জ্বালানি ও লুব্রিকেন্টে আগুন ধরার পর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এফএসবির সীমান্ত টহল ভবনের একাংশ ধসে পড়ে। 

রোস্তভের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেছেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে। আগুন লাগার পর আশপাশের ভবনগুলো খালি করা হয়েছে।’ 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ করছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের কাছে রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনাগুলোতে বিক্ষিপ্ত হামলা, বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। 

মস্কো মাঝে মাঝেই অভিযোগ করে বলেছে, রাশিয়ার সীমান্ত এলাকায় ইউক্রেন বাহিনী ড্রোন দিয়ে হামলা করছে। গত মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এফএসবিকে বলেছেন, পশ্চিমারা গুপ্তচরবৃত্তির মাধ্যমে নাশকতা বাড়াচ্ছে। তাদের মোকাবিলায় আরও তৎপর হতে হবে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ সহকারী মিখাইলো পোদোলিয়াক এক টুইটার পোস্টে বলেছেন, রাশিয়ার এফএসবি ভবনে ইউক্রেন হামলা করেনি। এ ধরনের কাজ ইউক্রেন কখনোই করে না। তবে এফএসবি ভবনে বিস্ফোরণে তারা আনন্দিত।

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা

বুলগেরিয়ায় গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়ল জেলিয়াজকভের সরকার