হোম > বিশ্ব > ইউরোপ

রুশ বাহিনীর গোলাবর্ষণে ইউক্রেনের ৭০ সেনা নিহত

ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ বাহিনীর সঙ্গে গত ছয় দিন ধরে যুদ্ধ করছে ইউক্রেনের সেনাবাহিনী। এর মধ্যে গত রোববার রুশ বাহিনীর কামানের গোলার আঘাতে অন্তত ৭০ জন ইউক্রেন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত রোববার ইউক্রেনের সুমি অঞ্চলের ওখতির খাতে হামলা করেছিল রুশ বাহিনী। এই হামলায় অনেক হতাহতের ঘটনা ঘটে। হামলার পরদিন সোমবারও জরুরি উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করেছেন।

ইউক্রেনের পার্লামেন্ট এক টুইটার বার্তায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছে, ‘ইউক্রেনের বীরদের প্রতি চিরন্তন শ্রদ্ধা জানাচ্ছি।’

এদিকে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ইউক্রেনের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, খারকিভ ও কিইভের মধ্যবর্তী শহর ওখতিরকায় একটি সামরিক ইউনিটে গোলাবর্ষণ করেছে রাশিয়া। এতে ব্যাপক প্রাণহানী ঘটেছে। কমপক্ষে ৭০ জন সেনা মারা গেছেন এই হামলায়।

সুমির আঞ্চলিক রাজ্য প্রশাসনের প্রধান দিমিত্রো জাইভিতস্কি টুইটারে কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি ভেঙে যাওয়া চারতলা ভবন ও ধ্বংসস্তূপ।

এদিকে আজ সকালে ইউক্রেনের দক্ষিণের শহর খেরসন ঘিরে ফেলেছে রুশ বাহিনী। শহরটি মাইকোলাইভ ও নিউ কাখোভকার মধ্যবর্তী শহর। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

খেরসনের প্রত্যক্ষদর্শীরা বিবিসির প্রতিবেদককে বলেছেন, রুশ সেনারা বিমানবন্দর থেকে নিকোলায়েভ হাইওয়ে ও কোল্ড স্টোরেজ প্ল্যান্টের দিকে এগিয়ে যাচ্ছে।

ইউক্রেনের বিভিন্ন শহরে ছয় দিন ধরে লড়াই চলছে রুশ ও ইউক্রেন বাহিনীর মধ্যে। এই যুদ্ধের মধ্যেই গতকাল রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনায় বসেছিল বেলারুশের এক সীমান্ত শহরে। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক। শিগগিরই দ্বিতীয় দফায় উভয় দেশের প্রতিনিধিরা আবার বৈঠকে বসবেন বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দ্বিতীয় দফায় আগামী কয়েক দিনের মধ্যেই তাঁরা আবার বসবেন। বেলারুশের বার্তা সংস্থা বেলটা নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার