হোম > বিশ্ব > ইউরোপ

নাগরিকদের রাশিয়া ছাড়তে বলল মস্কোর মার্কিন দূতাবাস

রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের রাশিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। মস্কোয় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এই নির্দেশ দিয়েছে। দূতাবাস বলেছে, রাশিয়ায় ‘অবস্থানরত কিংবা ভ্রমণরত’ মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে রাশিয়া ত্যাগ করতে হবে।

যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর মার্কিন দূতাবাস রাশিয়ার ‘অবস্থানরত কিংবা ভ্রমণরত’ মার্কিন নাগরিদের জরুরি ভিত্তিতে রাশিয়া ত্যাগ করতে হবে। কারণ, রাশিয়া থেকে বিশ্বের অন্যান্য দেশে বাণিজ্যিক ফ্লাইটের সংখ্যা ক্রমশ কমে আসছে।

সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এই বিষয়ে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। ওই সতর্কবার্তায় বলা হয়েছে, রাশিয়ার সরকার ‘পারশিয়াল মোবিলাইজেশন’ ঘোষণা করা পর ধারণা করা হচ্ছে, যে বা যারা দ্বৈত নাগরিকত্ব ধারণ করেন তাদের বাধ্যতামূলকভাবে রাশিয়ার সশস্ত্রবাহিনীতে যোগদান করানো হতে পারে।

ওই সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ‘রাশিয়া সম্ভবত মার্কিন নাগরিকদের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি অস্বীকার করতে পারে। তাদের মার্কিন দূতাবাসে তাদের প্রবেশাধিকারও বন্ধ করে দেওয়ার পাশাপাশি তাদের রাশিয়া থেকে বের হওয়াও বাতিল করতে পারে।’ সতর্কবার্তায় আরও বলা হয়, ‘পারশিয়াল মোবিলাইজেশনের প্রতিবাদ করায় বেশ কয়েকজন মার্কিন নাগরিককে আটক করেছে।’

মার্কিন দূতাবাসের ওই সতর্কবার্তায় আরও মার্কিন নাগরিকদের রাশিয়ায় অবস্থানকালে যেকোনো ধরনের রাজনৈতিক এবং সামাজিক প্রতিবাদ–বিক্ষোভে শামিল হওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেছে, ‘রাশিয়ার নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে কোনো ধরনের ছবি তোলা থেকে বিরত থাকুন।’

মার্কিনিদের যত দ্রুত সম্ভব রাশিয়া থেকে চলে যাওয়ার বন্দোবস্ত করার আহ্বান জানিয়ে বলেছে, ‘আপনারা যারা রাশিয়া ত্যাগ করতে চান তাঁরা দ্রুত নিজ নিজ উদ্যোগে ত্যাগের বন্দোবস্ত করুন।’

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট