মাকারিভের বেকারিতে রুশ হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিয়েভ থেকে ৫০ কিলোমিটার (৩১ মাইল) পশ্চিমে অবস্থিত মাকারিভ শহরের একটি শিল্প বেকারিতে হামলা চালায় রাশিয়া। এতে প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ধারণা করা হচ্ছে, সোমবারের হামলার সময় বেকারিতে ৩০ জন অবস্থান করছিলেন। হামলার পর ধ্বংসস্তূপের নিচে থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, রুশ আক্রমণে বিপর্যস্ত ইউক্রেন। রাশিয়ার আক্রমণের মুখে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে ১৭ লাখেরও বেশি ইউক্রেনীয়। শরণার্থীতে পরিণত হওয়া এসব মানুষের বেশির ভাগই নারী, শিশু ও বয়স্ক নাগরিক।
এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে রাশিয়ার একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা মন্ত্রণালয়। মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।