হোম > বিশ্ব > ইউরোপ

যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে, আর সৈন্য মোতায়েনের দরকার নেই: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন করে অতিরিক্ত সৈন্য মোতায়েনের দরকার নেই। স্থানীয় সময় আজ বুধবার রাশিয়ার মানবাধিকার কাউন্সিলের বার্ষিক অধিবেশনে এই কথা বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে থেকে এই তথ্য জানা গেছে।

পুতিন বলেছেন, ‘বিশেষ সামরিক অভিযানের সময়কাল হিসেবে একটু দীর্ঘ সময় ভালো অবশ্যই এবং ইউক্রেনে চলমান বিশেষ অভিযান আরও দীর্ঘ হতে পারে।’ একই সঙ্গে তিনি বলেছেন, গত সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে ইউক্রেনে অতিরিক্ত ৩ লাখ সেনা মোতায়েন শুরু করার পর এই মুহূর্তে নতুন করে সেনা মোতায়েনের কোনো মানেই হয় না। 

পুতিন তাঁর ভাষণে বলেছেন, এরই মধ্যে মোট দেড় লাখ সেনা এখন ইউক্রেনে মোতায়েন রয়েছে। এদের মধ্যে ৭৭ হাজার সেনা সরাসরি প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করেছে এবং বাকিরা বিভিন্ন ফ্রন্টে প্রতিরক্ষামূলক কাজ সম্পাদন করেছে। 

রাশিয়ার প্রেসিডেন্ট তাঁর বক্তৃতায় আরও বলেছেন, ‘পশ্চিমা মানবাধিকার সংস্থাগুলো রাশিয়াকে “দ্বিতীয় শ্রেণির” দেশ হিসেবে দেখেছে এবং মনে করে রাশিয়ার টিকে থাকার কোনো অধিকার নেই।’ তিনি বলেন, ‘এই যুদ্ধের মাধ্যমে আমরা পশ্চিমের এই মনোভাবই মোকাবিলা করছি।’ 

রুশ প্রেসিডেন্ট ভাষণে আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে এমন মনোভাবের একটাই উত্তর হতে পারে—আমাদের জাতীয় স্বার্থের জন্য একটা ধারাবাহিক সংগ্রাম। আমরা ঠিক তাই করব এবং আমরা কেউই অন্য কারও বা কোনো কিছুর ওপর নির্ভর করব না।’ 

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা