হোম > বিশ্ব > ইউরোপ

হাঙ্গেরি ও চেকোস্লোভাকিয়ায় ট্যাংক পাঠিয়ে ভুল করেছে সোভিয়েত: পুতিন

স্নায়ুযুদ্ধের সময় হাঙ্গেরি ও চেকোস্লোভাকিয়ায় গণবিদ্রোহ দমন করার জন্য সোভিয়েত ইউনিয়নের ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার ভ্লাদিভস্তকে চলমান ইস্টার্ন ইকোনমিক ফোরামের  সাধারণ অধিবেশনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পুতিন।

১৯৫৬ সালে বুদাপেস্ট ও ১৯৬৮ সালে প্রাগে বিদ্রোহ দমনে মস্কোর ট্যাংক পাঠানোর সিদ্ধান্তের কারণে রাশিয়া সম্পর্কে যে ঔপনিবেশিক শক্তি হিসেবে ধারণা তৈরি হয়েছিল তা নিয়ে জিজ্ঞেস করলে জবাবে পুতিন বলেন, এটা একটা ভুল ছিল। পররাষ্ট্রনীতি অনুসারে, অন্যের স্বার্থে আঘাত করে এমন কোনো কিছু করা ঠিক নয়। 

যদিও রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে ১০ হাজারের মতো সৈন্য পাঠিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের সূচনা করেছে। এর আগে ইউক্রেনের ক্রিমিয়া দখল করেছে রাশিয়া।

পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মতোই ভুল করছে। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্রের কোনো বন্ধু নেই, শুধু স্বার্থ আছে।

১৯৫৬ সালে সোভিয়েত ট্যাংক ও সৈন্য ব্যবহার করে হাঙ্গেরির বিদ্রোহ দমন করা হয়েছিল। এ সংঘাতে অন্তত ২ হাজার ৬০০ হাঙ্গেরীয় ও ৬০০ সোভিয়েত সৈন্য নিহত হয়। 

১৯৬৮ সালে সোভিয়েত নেতৃত্বে ওয়ারশো প্যাক্ট বাহিনী সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র চেকস্লোভাকিয়ায় অভিযান চালিয়ে প্রাগ বসন্তের সমাপ্তি ঘটায়। চেক ঐতিহাসিকদের মতে, এ অভিযানে প্রায় ১৩৭ জন চেক ও স্লোভাক নিহত হন।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন