হোম > বিশ্ব > ইউরোপ

হাঙ্গেরি ও চেকোস্লোভাকিয়ায় ট্যাংক পাঠিয়ে ভুল করেছে সোভিয়েত: পুতিন

স্নায়ুযুদ্ধের সময় হাঙ্গেরি ও চেকোস্লোভাকিয়ায় গণবিদ্রোহ দমন করার জন্য সোভিয়েত ইউনিয়নের ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার ভ্লাদিভস্তকে চলমান ইস্টার্ন ইকোনমিক ফোরামের  সাধারণ অধিবেশনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পুতিন।

১৯৫৬ সালে বুদাপেস্ট ও ১৯৬৮ সালে প্রাগে বিদ্রোহ দমনে মস্কোর ট্যাংক পাঠানোর সিদ্ধান্তের কারণে রাশিয়া সম্পর্কে যে ঔপনিবেশিক শক্তি হিসেবে ধারণা তৈরি হয়েছিল তা নিয়ে জিজ্ঞেস করলে জবাবে পুতিন বলেন, এটা একটা ভুল ছিল। পররাষ্ট্রনীতি অনুসারে, অন্যের স্বার্থে আঘাত করে এমন কোনো কিছু করা ঠিক নয়। 

যদিও রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে ১০ হাজারের মতো সৈন্য পাঠিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের সূচনা করেছে। এর আগে ইউক্রেনের ক্রিমিয়া দখল করেছে রাশিয়া।

পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মতোই ভুল করছে। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্রের কোনো বন্ধু নেই, শুধু স্বার্থ আছে।

১৯৫৬ সালে সোভিয়েত ট্যাংক ও সৈন্য ব্যবহার করে হাঙ্গেরির বিদ্রোহ দমন করা হয়েছিল। এ সংঘাতে অন্তত ২ হাজার ৬০০ হাঙ্গেরীয় ও ৬০০ সোভিয়েত সৈন্য নিহত হয়। 

১৯৬৮ সালে সোভিয়েত নেতৃত্বে ওয়ারশো প্যাক্ট বাহিনী সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র চেকস্লোভাকিয়ায় অভিযান চালিয়ে প্রাগ বসন্তের সমাপ্তি ঘটায়। চেক ঐতিহাসিকদের মতে, এ অভিযানে প্রায় ১৩৭ জন চেক ও স্লোভাক নিহত হন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট