হোম > বিশ্ব > ইউরোপ

কিয়েভের বাইরে রুশ বাহিনীর গোলা নিক্ষেপ, নিহত ৪ 

ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হওয়া রুশ সেনাবাহিনী গতকাল রোববার একটি ক্ষতিগ্রস্ত সেতুর কাছে গোলা নিক্ষেপ করে। এ সময় আতঙ্কিত মানুষ ছোটাছুটি শুরু করে এবং পরে চারজন মানুষকে মৃত অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে দেখা যায় বলে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সেতুটি কিয়েভের বাইরে ইরপিন নদীর ওপর অবস্থিত। রুশ বাহিনীর অগ্রযাত্রা রোধ করতে সেতুটি আগেই বোমা মেরে ক্ষতিগ্রস্ত করেছিল ইউক্রেন সেনারা। গত শনিবার থেকে এই সেতুর চারপাশে শত শত মানুষ ভিড় করতে শুরু করে। তারা কিয়েভ ছেড়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় ইউক্রেনের মাত্র এক ডজন সৈন্য সেতুর কাছাকাছি এলাকায় ছিল। তারা বেসামরিক লোকদের মালপত্র এবং শিশুদের সেতু পার হতে সহায়তা করছিল। এ সময় সেতুর আশপাশে হঠাৎ রুশ সেনারা গোলা নিক্ষেপ করতে শুরু করে। তখন আতঙ্কিত মানুষের মধ্যে ছোটাছুটি শুরু হয়। 

একই ধরনের খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, মর্টার শেলগুলো প্রথমে সেতু থেকে ১০০ গজ দূরে পড়েছিল। কিন্তু গোলাবর্ষণের প্রচণ্ড শব্দে মানুষেরা আতঙ্কিত হয়ে পড়ে এবং দিগ্‌বিদিক পালাতে শুরু করে। 

নিউ ইয়র্ক টাইমস লিখেছে, এ সময় তাদের ফটোসাংবাদিক লিনসে অ্যাডারিও এবং ফ্রিল্যান্স সাংবাদিক অ্যান্ড্রি দুবচাক ঘটনাস্থলের দৃশ্যধারণ করছিলেন। তাঁরা এ ঘটনার প্রত্যক্ষদর্শী। 

আজ রোববার স্থানীয় সময় সকালে কিয়েভের সামরিক কমান্ডার ওলেক্সি কুলেবা এক টেলিভিশন বক্তৃতায় বলেন, সাধারণ মানুষগুলো যে রাস্তা ধরে পালানোর চেষ্টা করছিল, তা ছিল খুবই অনিরাপদ। যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে শহরের মানুষেরা বের হতে পারবে না। 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার