বেলারুশে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বৈঠকটি ‘অত্যন্ত কঠিন’ ছিলে বলে মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পডোলিয়াক।
শান্তি আলোচনা নিয়ে সোমবার বেলারুশে বৈঠকে বসেন রাশিয়া ও ইউক্রেন সরকারের প্রতিনিধিরা। তবে কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। শিগগিরই উভয় পক্ষ আবার বসার ব্যাপারে একমত হয়েছে। কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় দফার বৈঠক হতে পারে বলে জানা গেছে।
বৈঠকের ব্যাপারে টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা পডোলিয়াক। বৈঠকে অংশ নেওয়া রুশ প্রতিনিধিদের ‘চরম পক্ষপাতদুষ্ট’ বলে বর্ণনা করেছেন তিনি।
পডোলিয়াক লিখেছেন, ‘সমঝোতা কঠিন। অবশ্য, বাধ্যতামূলক কোনো আলটিমেটাম নেই। দুঃখজনকভাবে রুশ প্রতিনিধিরা তাঁদের ধ্বংসাত্মক অভিযানের ব্যাপারে এখনো অত্যন্ত পক্ষপাতমূলক মনোভাব দেখাচ্ছেন।’
তবে বৈঠকে ইউক্রেনের প্রতিনিধি দলে পডোলিয়াক ছিলেন কি না সেটি স্পষ্ট নয়।