পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আপনারা মস্কোকে ভয় পান কি না? যদি ভয় পান, তবে ইউক্রেনে আরও অস্ত্র পাঠান।’ গতকাল শনিবার শেষ রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি এসব কথা বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমের বেশ কয়েকটি দেশ ইউক্রেনে অ্যান্টি-আরমার ও অ্যান্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ছোট অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে জেলেনস্কি বলেছেন, এই মুহূর্তে তাঁর দরকার ট্যাংক, যুদ্ধবিমান ও অ্যান্টি-শিপ সিস্টেম।
জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনের প্রয়োজন মাত্র ১% ন্যাটোর বিমান এবং ১% ট্যাংক। এর বেশি আমরা চাইব না।’
ইউরো-আটলান্টিক অঞ্চলের মানুষদের বাঁচানোর দায়িত্ব কার—এমন প্রশ্ন তুলে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে ৩১ দিন অপেক্ষা করেছি। আর কত? এই অঞ্চলের দায়িত্বে কি সত্যিই মস্কো রয়েছে? তাদের ভয়ভীতি প্রদর্শন দেখে তো তাই মনে হচ্ছে।’
জেলেনস্কি বারবার জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের পতন হলে রাশিয়া তার আধিপত্য ইউরোপে আরও সম্প্রসারিত করতে চাইবে।