হোম > বিশ্ব > ইউরোপ

সমকামী যুগলকে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বানালেন ফ্রান্সের মাখোঁ

বিগত দুই দিনে ফ্রান্সের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল হয়েছে। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন মুখ নিয়োগ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ রাজনীতিবিদ গ্যাব্রিয়েল আত্তাল এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন স্তেফান সেজর্ন। দুই মন্ত্রীই সমকামী। 

ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোরের এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এছাড়া একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিষয়টি আলোচিত হয়েছে। আত্তাল এবং সেজর্ন কেবল সমকামীই নন, তাঁরা এক সময়ে পরস্পরের সঙ্গী হিসেবে ছিলেন। 

ফরাসি মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের অংশ হিসেবে স্তেফান সেজর্নকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বেছে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় আনুষ্ঠানিকভাবে সেজর্নকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়ার ঘোষণা দেয়। তিনি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোনার স্থলাভিষিক্ত হবেন। 

এর আগে, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফরাসি রাজনীতিতে ‘মাখোঁর বালক’ বলে পরিচিত গ্যাব্রিয়েল আত্তাল। মাত্র ৩৪ বছর বয়সে ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন তিনি। গ্যাব্রিয়েল আত্তাল সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের স্থলাভিষিক্ত হবেন। 

ফ্রান্স টোয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়েছে, আত্তাল ও সেজর্ন দীর্ঘদিন পরস্পরের সঙ্গী ছিলেন। ২০১৮ সালে তাঁরা আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্পর্কের কথা জনসমক্ষে স্বীকার করেন। স্তেফান সোজের্নে সেই সময় মাখোঁর মন্ত্রিসভায় প্রথমবার প্রবেশ করেন। ধারণা করা হয়, আত্তাল ও সেজর্নর সম্পর্কচ্ছেদ হয়ে গেছে। 

এই দুই মন্ত্রী জনসমক্ষে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করলেও সম্পর্কচ্ছেদের কথা কখনোই স্বীকার করেননি। কিন্তু গত অক্টোবরে ফরাসি কর্তৃপক্ষের কাছে দেওয়া ব্যক্তিগত বিবরণীতে আত্তাল জানিয়েছিলেন, তাঁর কোনো সঙ্গী নেই।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন