হোম > বিশ্ব > ইউরোপ

গাজার পক্ষে সোচ্চার বামপন্থী নেতা গ্যালোওয়ে যুক্তরাজ্যে এমপি নির্বাচিত

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে গাজার পক্ষে সোচ্চার যুক্তরাজ্যের বামপন্থী রাজনীতিক জর্জ গ্যালোওয়ে উপনির্বাচনে জিতে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে উত্তরাঞ্চলের রোশডেল শহরের আসন থেকে নিরঙ্কুশ জয় পেয়েছেন তিনি।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, উপনির্বাচনে ভোট পড়েছে ৩৯ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে গ্যালোওয়ে ১২ হাজার ৩৩৫টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র দলের ডেভিড টালি পেয়েছেন ৬ হাজার ৬৩৮টি ভোট। 

লেবার পার্টির নেতা আজহার আলী ভোটের দিক থেকে তিনি চতুর্থ অবস্থানে আছেন। ইসরায়েল নিয়ে ষড়যন্ত্রতত্ত্ব প্রচারের অভিযোগ ওঠায় দলের সমর্থন হারান তিনি।

লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থনের অভিযোগ করেন ব্রিটেনের ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিত্বকারী গ্যালোওয়ে। ভোটারদের বড় অংশ মুসলিম এমন নির্বাচনী এলাকায় ফিলিস্তিনপন্থী প্রচারণা চালিয়েছেন তিনি। 

গত শুক্রবার জয়ী হওয়ার পর গ্যালোওয়ে আল জাজিরাকে বলেন, ‘আমার বিশ্বাস, আমি ব্রিটেনের ওই লাখ লাখ মানুষের হয়ে কথা বলছি, যাদের হৃদয় গাজা হত্যাকাণ্ড দেখে ভেঙে গেছে, কলিজা মুচড়ে গেছে এবং ব্রিটিশ মিডিয়ায় তাদের এতই কম প্রতিনিধিত্ব করা হয় যে তারা অদৃশ্য প্রায়।’

তিনি বলেন, ‘আজ সন্ধ্যায়ও ব্রিটেনের রাজনৈতিক দল কনজারভেটিভ ও লেবার আমার জয় নিয়ে আতঙ্কে আছে। কারণ তারা জানে যে তারা ভুল করেছে।’

গত শুক্রবার ইসরায়েল যুদ্ধের সমর্থক ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, সংসদীয় আসনে গালোওয়ের নির্বাচন ‘উদ্বেগজনক’। এমনকি সুনাক তাঁর বিরুদ্ধে গত ৭ অক্টোবরের হামলা খারিজ করে দেওয়ার অভিযোগও তোলেন। 

আল জাজিরাকে গ্যালোওয়ে বলেন, ‘রাজনীতি ও গণমাধ্যমের বিষাক্ত বলয়ের মানুষ গাজাবাসীর বিরুদ্ধে গণহত্যাকে সমর্থন করে।’ 

তিনি বলেন, ‘কিন্তু যখন আপনি সেই বলয় থেকে বের হয়ে আসবেন, তখন আপনি দেখতে পাবেন বেশির ভাগ মানুষের সহানুভূতি ক্ষতিগ্রস্তদের পক্ষে থাকে, অপরাধীদের পক্ষে নয়।’

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার