হোম > বিশ্ব > ইউরোপ

নিউজিল্যান্ডে যাত্রীর লাগেজে মিলল জীবন্ত শিশু, নারী গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বাসস্টপে লাগেজের ভেতর থেকে দুই বছর বয়সী একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, তার বিরুদ্ধে শিশুর প্রতি অবহেলা ও অমানবিক আচরণের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, রোববার কাইওয়াকা শহরের একটি বাসস্টপে ঘটনাটি ঘটে। বাসের এক যাত্রী লাগেজের জায়গায় প্রবেশের অনুরোধ করলে চালকের দৃষ্টিতে একটি ব্যাগের অস্বাভাবিক নড়াচড়া ধরা পড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ব্যাগটি খুলে দেখেন এবং সেখান থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়।

নিউজিল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘চালক ব্যাগটি নড়াচড়া করতে দেখে উদ্বিগ্ন হন। ব্যাগ খোলার পর সেখান থেকে একটি দুই বছর বয়সী শিশুকন্যাকে জীবিত অবস্থায় পাওয়া যায়।’

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত শিশুটির শরীর অত্যন্ত গরম ছিল, তবে তার শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার শারীরিক অবস্থা মূল্যায়ন করা হচ্ছে।

শিশুটির সঙ্গে অভিযুক্ত নারীটির কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানায়নি। আজ সোমবার তাকে অকল্যান্ডের নর্থ শোর জেলা আদালতে হাজির করা হবে।

নিউজিল্যান্ড পুলিশ বাসচালকের ভূমিকার প্রশংসা করে বিবৃতিতে বলেছে, ‘চালক যেভাবে পরিস্থিতির অস্বাভাবিকতা দ্রুত বুঝে ব্যবস্থা নিয়েছেন, তা প্রশংসনীয়। নইলে আরও ভয়াবহ কিছু ঘটতে পারত।’ পুলিশ বলছে, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং শিশুটির পরিচয় ও পারিবারিক প্রেক্ষাপট নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

ইউরোপের নেতাদের দুর্বল আখ্যা ট্রাম্পের—ইউক্রেনকে সমর্থন কমানোর ইঙ্গিত

ইউরোপে জব্দ করা রুশ সম্পদ ইউক্রেনকে দেওয়ার চুক্তি শিগগির

রুশ দখলের দাবি মিথ্যা—পোকরভস্কে ইউক্রেনের পতাকা উড়িয়ে জানাল সেনারা

লিথুয়ানিয়ার আকাশে বেলারুশের ‘চোরাচালানের বেলুন’, জরুরি অবস্থা জারি

ট্রাম্পের প্রস্তাবে ‘অসন্তুষ্ট’ জেলেনস্কি গেলেন লন্ডনে ইউরোপের নেতাদের কাছে

আইএলটিএসে ‘ফেল’ করেও যুক্তরাজ্যে হাজারো মানুষের অভিবাসন

দুটি সমস্যা সমাধান হলেই ইউক্রেন যুদ্ধ শেষের চুক্তি

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল নিয়ে রাশিয়ার উচ্ছ্বাস

চেরনোবিল পারমাণবিক চুল্লি ক্ষতিগ্রস্ত, তেজস্ক্রিয় বিকিরণের বিষয়ে জাতিসংঘের সতর্কবার্তা

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার