হোম > বিশ্ব > ইউরোপ

নিউজিল্যান্ডে যাত্রীর লাগেজে মিলল জীবন্ত শিশু, নারী গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বাসস্টপে লাগেজের ভেতর থেকে দুই বছর বয়সী একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, তার বিরুদ্ধে শিশুর প্রতি অবহেলা ও অমানবিক আচরণের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, রোববার কাইওয়াকা শহরের একটি বাসস্টপে ঘটনাটি ঘটে। বাসের এক যাত্রী লাগেজের জায়গায় প্রবেশের অনুরোধ করলে চালকের দৃষ্টিতে একটি ব্যাগের অস্বাভাবিক নড়াচড়া ধরা পড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ব্যাগটি খুলে দেখেন এবং সেখান থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়।

নিউজিল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘চালক ব্যাগটি নড়াচড়া করতে দেখে উদ্বিগ্ন হন। ব্যাগ খোলার পর সেখান থেকে একটি দুই বছর বয়সী শিশুকন্যাকে জীবিত অবস্থায় পাওয়া যায়।’

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত শিশুটির শরীর অত্যন্ত গরম ছিল, তবে তার শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার শারীরিক অবস্থা মূল্যায়ন করা হচ্ছে।

শিশুটির সঙ্গে অভিযুক্ত নারীটির কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানায়নি। আজ সোমবার তাকে অকল্যান্ডের নর্থ শোর জেলা আদালতে হাজির করা হবে।

নিউজিল্যান্ড পুলিশ বাসচালকের ভূমিকার প্রশংসা করে বিবৃতিতে বলেছে, ‘চালক যেভাবে পরিস্থিতির অস্বাভাবিকতা দ্রুত বুঝে ব্যবস্থা নিয়েছেন, তা প্রশংসনীয়। নইলে আরও ভয়াবহ কিছু ঘটতে পারত।’ পুলিশ বলছে, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং শিশুটির পরিচয় ও পারিবারিক প্রেক্ষাপট নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার