হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে হামলা স্থগিতের নির্দেশ দিয়েছিলেন পুতিন: ক্রেমলিন

রুশ সেনাবাহিনীকে ইউক্রেনে হামলা স্থগিত করা নির্দেশ দিয়েছিলেন পুতিন। শুক্রবার ইউক্রেনের সঙ্গে আলোচনা হতে পারে এমন সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি এই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ইউক্রেন সরকার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় আক্রমণ বন্ধের নির্দেশ তুলে নেওয়া হয়। শনিবার রাশিয়ার রাষ্ট্রপতির কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

সিএনএনের ওই প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বন্ধে রাশিয়ার তরফ থেকে আলোচনার প্রস্তাবের বিপরীতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির এক উপদেষ্টা শনিবার ভোরে—ইউক্রেন আলোচনা করতে অস্বীকার করেছে এমন অভিযোগ অস্বীকার করেন। 

তবে শনিবার পেসকভ সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে আলোচনা চালিয়ে নিতে রুশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীকে ইউক্রেনে সশস্ত্র অভিযান স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন।’ 

তিনি আরও বলেন, কিন্তু ইউক্রেন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় পরিকল্পনা অনুযায়ী সামরিক অভিযান আজ আবারও শুরু হয়েছে।’ 

এ দিকে ইউক্রেনের শহর মেলিতোপোল দখল করতে পারেনি রাশিয়ার বাহিনী। এমনকি রুশ সৈন্যদের কিয়েভে প্রবেশেও প্রবল বাঁধা দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। শনিবার ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হিপি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। 

হিপি বলেছেন, ব্রিটেনের মূল্যায়ন হলো—রাশিয়া বৃহস্পতিবার যে লক্ষ্যে নিয়ে ইউক্রেন আক্রমণ করেছিল তা এখন পর্যন্ত অর্জন করতে পারেনি। 

বিবিসি রেডিওকে হিপি বলেন, ‘এমনকি মেলিতোপোল শহর—যা রাশিয়ানরা দখল করেছে বলে দাবি করেছে, কিন্তু তাঁরা এটি প্রমাণ করতে পারবে না। সবই এখনো ইউক্রেনের হাতে রয়েছে। এ ছাড়া কিয়েভের উপকণ্ঠে যে যুদ্ধের কথা বলা হয়েছে, তা মূলত রুশ সেনাবাহিনীর বিশেষ একটি দল ও প্যারাট্রুপারদের অবতরণ।’ 

তিনি আরও বলেন, ‘বাস্তবতা হলো বেলারুশ থেকে রুশ সেনাবাহিনীর যে সাঁজোয়া বহর নেমে এসে থেকে কিয়েভকে ঘিরে ফেলতে যাচ্ছিল সেগুলো এখনো কিছুটা উত্তরে রয়েছে। ইউক্রেনের সৈন্যরা তাঁদের অবিশ্বাস্যভাবে প্রতিরোধ করেছে।’ 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট