হোম > বিশ্ব > ইউরোপ

কুকুরের কামড়ে আহত ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী 

কুকুরের কামড়ে আহত হয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। গতকাল সোমবার জাপানি সংবাদমাধ্যম দ্য ডিপ্লোম্যাটের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য প্রেস ইউনাইটেড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কুলেবা নিজের পোষা কুকুর নিয়ে বাইরে হাঁটতে বের হয়ে অপর একটি কুকুরের কামড়ে আহত হয়েছেন। তবে ক্ষত খুব বেশি নয়। 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী নিজেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তিনি জানান, কিয়েভে তাঁর নিজের তিনটি পোষা কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছিলেন তিনি। একটি বড় কুকুর তাঁর পোষা কুকুরগুলোর দিকে তেড়ে এলে তিনি তা রুখতে গেলে সেই কুকুর তাঁকে কামড়ে দেয়। তবে এতে তাঁর তেমন কোনো ক্ষতি হয়নি। 

ক্ষত সামান্য হলেও কুলেবাকে হাসপাতালের শরণাপন্ন হতে হয়েছিল। পরে অবশ্য প্রাথমিক চিকিৎসা দিয়েই তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। তবে কুলেবা জানাননি, তাঁকে যে কুকুরটি আক্রমণ করেছিল তা কত বড় ছিল। 

কুলেবার তিনটি ছোট প্রজাতির কুকুর আছে। এর মধ্যে একটি ফরাসি বুলডগ। এই কুকুরটি তিনি ২০২২ সালে নিয়েছিলেন। এ ছাড়া, মারিক নামে তাঁর আরও একটি কুকুর আছে। এই কুকুর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলার সময় মারিউপোল থেকে উদ্ধার করেছিল ইউক্রেনীয় বাহিনী। শহরটি বর্তমানে রাশিয়ার দখলে। এই কুকুর নিয়ে কুলেবা বিভিন্ন কূটনৈতিক অনুষ্ঠানেও গিয়েছেন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট