হোম > বিশ্ব > ইউরোপ

কুকুরের কামড়ে আহত ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী 

কুকুরের কামড়ে আহত হয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। গতকাল সোমবার জাপানি সংবাদমাধ্যম দ্য ডিপ্লোম্যাটের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য প্রেস ইউনাইটেড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কুলেবা নিজের পোষা কুকুর নিয়ে বাইরে হাঁটতে বের হয়ে অপর একটি কুকুরের কামড়ে আহত হয়েছেন। তবে ক্ষত খুব বেশি নয়। 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী নিজেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তিনি জানান, কিয়েভে তাঁর নিজের তিনটি পোষা কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছিলেন তিনি। একটি বড় কুকুর তাঁর পোষা কুকুরগুলোর দিকে তেড়ে এলে তিনি তা রুখতে গেলে সেই কুকুর তাঁকে কামড়ে দেয়। তবে এতে তাঁর তেমন কোনো ক্ষতি হয়নি। 

ক্ষত সামান্য হলেও কুলেবাকে হাসপাতালের শরণাপন্ন হতে হয়েছিল। পরে অবশ্য প্রাথমিক চিকিৎসা দিয়েই তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। তবে কুলেবা জানাননি, তাঁকে যে কুকুরটি আক্রমণ করেছিল তা কত বড় ছিল। 

কুলেবার তিনটি ছোট প্রজাতির কুকুর আছে। এর মধ্যে একটি ফরাসি বুলডগ। এই কুকুরটি তিনি ২০২২ সালে নিয়েছিলেন। এ ছাড়া, মারিক নামে তাঁর আরও একটি কুকুর আছে। এই কুকুর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলার সময় মারিউপোল থেকে উদ্ধার করেছিল ইউক্রেনীয় বাহিনী। শহরটি বর্তমানে রাশিয়ার দখলে। এই কুকুর নিয়ে কুলেবা বিভিন্ন কূটনৈতিক অনুষ্ঠানেও গিয়েছেন।

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে