হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের স্থলবাহিনী প্রধান হলেন সাবেক উপ–প্রতিরক্ষামন্ত্রী পাভলিউক

ইউক্রেনের সাবেক উপ–প্রতিরক্ষামন্ত্রী ওলেকসান্দার পাভলিউককে স্থলবাহিনীর নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ রোববার দেশটিতে জারি করা অধ্যাদেশে এ তথ্য প্রকাশ করা হয়। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল পাভলিউক গত এক বছর ধরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম উপ–প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে স্থলবাহিনীর কমান্ডার ছিলেন কর্নেল জেনারেল ওলেকসান্দার সিরস্কি। চলতি সপ্তাহে তাঁকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়। 

গত ৮ ফেব্রুয়ারি জেলেনস্কি বলেন, ‘আজ থেকেই নতুন টিম সেনাবাহিনীকে নেতৃত্ব দেবে। ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হিসাবে আমি জেনারেল সিরস্কিকে নিয়োগ করেছি।’

এর আগে ইউক্রেনের সেনাপ্রধান ছিলেন ভ্যালেরি জালুঝনি। কিন্তু তাঁর সঙ্গে জেলেনস্কির মতবিরোধের কারণে গত ৮ ফেব্রুয়ারি তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ। 

জালুঝনি সাফল্যের সঙ্গে রাশিয়ার আক্রমণ থেকে কিয়েভকে বাঁচিয়েছিলেন এবং পরবর্তীকালে রাশিয়ার হাত থেকে ইউক্রেনের কিছু এলাকা আবার দখল করতে পেরেছিলেন। কিন্তু বলা হয়, তাঁর রাজনৈতিক উচ্চাশা ছিল। তিনি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।

গত বছর থেকেই জেলেনস্কি ও জালুঝনির মধ্যে মতবিরোধের বিষয়টি সামনে এসেছে। মিডিয়া রিপোর্ট বলছে, গত সপ্তাহেই তিনি জালুঝনিকে সরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তখন তাঁকে সরানো সম্ভব হয়নি। 

গতকাল শনিবার জেলেনস্কি রাশিয়ার প্রায় দুই বছরের পুরোনো আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করার জন্য আরও পাঁচটি জ্যেষ্ঠ সামরিক নিয়োগের ঘোষণা দিয়েছেন। 

২০২৪ সালে ইউক্রেন যুদ্ধ ক্ষেত্রে কম বেশি জয়ের মুখ দেখা শুরু করলেও এটি লোকবল ও সরঞ্জাম সংকটে ভুগছে। এদিকে দেশটির সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সহায়তাও ব্যাহত হচ্ছে।

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া