হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার হৃৎপিণ্ডে তীক্ষ্ণ সুই ঢুকিয়ে দেওয়া হবে: ইউক্রেনীয় গোয়েন্দাপ্রধান

রাশিয়ার অভ্যন্তরে ব্যাপক অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করেছে ইউক্রেনের গোয়েন্দারা। তাদের লক্ষ্য ইউক্রেন চলমান যুদ্ধ রাশিয়ার অভ্যন্তরে, সম্ভব হলে ক্রেমলিনের একেবারে দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। রাশিয়াকে এমন আঘাত হানা হবে, যাতে তারা অনুভব করতে পারে যে তাদের হৃৎপিণ্ডে তীক্ষ্ণ সুই ঢুকিয়ে দেওয়া হয়েছে। 

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর প্রধান মেজর জেনারেল ভাসিলি মালিয়ুক এই হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা তো আমাদের পরিকল্পনা ফাঁস করতে পারি না। তবে আমাদের পরিকল্পনা শত্রুদের হতবাক করে দেবে।’ 

জেনারেল মালিয়ুক রুশদের ইঙ্গিত করে বলেন, ‘দখলদারদের বুঝতে হবে লুকানো সম্ভব হবে না। আমরা সব জায়গায়ই শত্রুদের খুঁজে বের করব।’ তবে ইউক্রেনীয় গোয়েন্দারা রাশিয়ায় কী ধরনের অভিযান চালাবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও কিছু ইঙ্গিত দিয়েছেন তিনি। যেমন—ইউক্রেনে রাশিয়ার দখল করা ভূখণ্ডে রুশ সম্পদ, বিশেষ করে সামরিক সম্পদের ওপর হামলা চলবে অব্যাহতভাবে। এমনকি প্রয়োজনে রাশিয়ার অভ্যন্তরেও হামলা চালানো হতে পারে। 

এ সময় মালিয়ুক মজা করে বলেন, ‘আমরা সব সময়ই নতুন সমাধান খুঁজছি। তাই তুলা সব সময়ই জ্বলতে থাকবে।’ ইউক্রেনে সাধারণত তুলা জ্বলা বলতে বিস্ফোরণকে বোঝানো হয়। বিষয়টি ইঙ্গিত করে তিনি বলেন, ‘এসবিইউ নির্ধারিত লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে হামলা চালায়। আমরা শত্রুর হৃৎপিণ্ডে সুই ঢুকিয়ে দেব।’ তিনি আশা প্রকাশ করেন, এসব কর্মকাণ্ড ইউক্রেনের জয়কে ত্বরান্বিত করবে। 

এসবিইউর প্রধান জানান, মূলত ক্রিমিয়া ও কৃষ্ণসাগর এলাকাকে কেন্দ্র করে এসবিইউ বিভিন্ন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট