হোম > বিশ্ব > ইউরোপ

কৃষকের ডিম আর পাথর নিক্ষেপের মুখে ব্রাসেলসে বসলেন ইউরোপের নেতারা

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সম্মেলন। আজ বৃহস্পতিবার এই সম্মেলনকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট ভবনকে লক্ষ্যবস্তু করে ডিম ও পাথর নিক্ষেপ করেছেন ইউরোপের বিভিন্ন দেশের কৃষক। ভবনটির কাছে তারা আগুনও লাগিয়ে দেন। ট্যাক্স এবং ক্রমবর্ধমান খরচ কমানোর দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন। 

এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে অংশ নেওয়া কৃষকেরা ইতালি, স্পেন, ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশ থেকে ব্রাসেলসে উপস্থিত হয়েছিলেন। বিতর্কিত ‘সবুজনীতি’ বাতিল ছাড়াও এবং অন্য দেশ থেকে সস্তায় পণ্য আমদানি বন্ধ করার দাবি জানান তারা। 

বিক্ষোভে অংশ নেওয়া স্প্যানিশ কৃষক ইউনিয়নের প্রতিনিধি জোসে মারিয়া কাস্টিলা বলেন, ‘আমরা ইউরোপীয় কমিশন থেকে প্রতিদিন আসা এই সব উন্মাদ আইন বন্ধ করতে চাই।’ 

পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ ঠেকাতে বসানো বেরিক্যাড ভেঙে ফেলারও চেষ্টা করেন কৃষকেরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গরম পানি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। 

জানা গেছে, পার্লামেন্ট ভবনের সামনে একটি মূর্তির সামনে বেশ কিছু কৃষক তাদের ট্রাক্টর নিয়ে হাজির হয়েছিলেন। পাশাপাশি ব্রাসেলসে প্রবেশ করার প্রধান রাস্তাগুলোতে প্রায় ১ হাজার ৩০০ ট্রাক্টর দিয়ে অবরোধ করে রাখেন তারা। 

শেষ খবর পাওয়া পর্যন্ত নেতারা ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করছেন।

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা