হোম > বিশ্ব > ইউরোপ

দীর্ঘ বিরতিতে অক্সফোর্ডের তৃতীয় ডোজ দারুণ কার্যকরী: গবেষণা

ঢাকা: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের ছয় মাস পর তৃতীয় ডোজ করোনাভাইরাসের বিরুদ্ধে দুর্দান্ত কার্যকরী প্রতিরোধ গড়ে তুলতে পারে। আজ সোমবার অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় এমনটি বলা হয়েছে। অবশ্য গবেষণাটি এখনো পিয়ার রিভিউ করা হয়নি।

গবেষণায় বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ৪৫ সপ্তাহের বিরতি দিলে অ্যান্টিবডি উৎপাদন বাড়ে। আর দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পর তৃতীয় ডোজ যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নয়ন ঘটাতে সহায়তা করে।

এই গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক অ্যান্ড্রু পোলার্ড বলেন, যেসব দেশে টিকার সংকট চলছে তাদের জন্য এটি একটি আশার খবর। ওই সব দেশের সরকার জনগণকে সময়মতো দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে উদ্বিগ্ন।

গবেষকেরা বলছেন, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের তৃতীয় ডোজ ইতিবাচক ফল দেখিয়েছে। দীর্ঘকালীন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য এটি সহায়ক।

গবেষণা প্রতিবেদনের জ্যেষ্ঠ লেখক তেরেসা লাম্বে বলেন, টিকার তৃতীয় ডোজ করোনাভাইরাসের বিভিন্ন ধরনের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অথবা কমায় কি-না সেটি এখনো জানা যায়নি। তবে গবেষণায় আমরা দেখতে পেরেছি যে, এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

বর্তমানে বিশ্বের ১৬০টি দেশে দেওয়া হচ্ছে অক্সফোর্ড উদ্ভাবিত কোভিড টিকা। কম দাম এবং পরিবহন সহজতর হওয়ায় এটি বিশ্বব্যাপী বেশ প্রশংসিত হয়েছে। তবে সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকারিতা এবং কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য মাঝে আস্থা সংকটে পড়েছিল এই টিকা।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার