হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়ছে চীনারা: জেলেনস্কি

আজকের পত্রিকা ডেস্ক­

জাপোরিঝিয়া অঞ্চলে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে গোলা নিক্ষেপ করছে ইউক্রেনের সেনারা। ছবি: সিএনএন

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে রণক্ষেত্রে লড়াই করছে দেড় শতাধিক চীনা যোদ্ধা। দুই চীনা যোদ্ধাকে বন্দী করারও দাবি করছে ইউক্রেন কর্তৃপক্ষ। গতকাল বুধবার স্থানীয় গণমাধ্যমগুলোকে এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার কাছে বন্দী ইউক্রেনীয় সেনাদের বিনিময়ে এই দুই চীনা সেনাকে মুক্তি দিতে আপত্তি নেই বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ৩ বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এবারই প্রথম চীনা সেনারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে দাবি করল কিয়েভ।

ইউক্রেনীয় সেনাবাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা জানিয়েছে, বন্দীদের একজন চীনের এক দালালকে ৩ হাজার ৪৮০ ডলার দিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছে। কারণ, তিনি রাশিয়ার নাগরিকত্ব পেতে চেয়েছিলেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘১৫৫ জন চীনা সেনা রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে বলে নিশ্চিত তথ্য আছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার কাছে। এই ১৫৫ জনের নাম এবং পাসপোর্ট তথ্য আছে আমাদের কাছে। তবে, এই সংখ্যা যে আরও বেশি সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত আমরা। বিষয়টি খুবই গুরুতর।’

এদিকে, প্রেসিডেন্ট জেলেনস্কির এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চীনা নাগরিকেরা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে এই তথ্য একেবারেই ভিত্তিহীন। চীন সরকার কোনো ধরনের সশস্ত্র যুদ্ধে জড়ানোর ব্যাপারে নাগরিকদের সব সময়ই নিরুৎসাহিত করে।’ পাশাপাশি এ বিষয়ে কিয়েভের সঙ্গে আলোচনা করে তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি।

চীনের দাবি, কিয়েভ-মস্কো সংঘাতে বেইজিংয়ের অবস্থান ‘নিরপেক্ষ’। যুক্তরাষ্ট্র বা অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো কারও পক্ষ নিয়ে যুদ্ধে সেনা পাঠায় না চীন—এমন দাবিও করছে তারা। তবে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই কূটনৈতিকভাবে স্পষ্টতই রাশিয়ার পক্ষে অবস্থান চীনের। ইউক্রেন যুদ্ধে চীনা নাগরিকেরা যুদ্ধ করছে কি না তা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।

এর আগে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করার জন্য সেনা পাঠানোর অভিযোগ তোলে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো।

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন